পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wogge ঐ ব্রহ্মণ অনিসিক্রিটের* বস্ত্র ও পাদুকা এক দৃষ্টে দেখিয়া হাস্য পূৰ্ব্বক এই কথা কহিয়াছিলেন, যে এইক্ষণে পৃথিবী যেরূপ ধলীময় হইয়াছে পৰ্ব্বকালে সেই রূপ যাৰ ও গম শস্যময় ছিল। আর এইক্ষণে নদী সকলে কেবল জলধারা ৰছে, কিন্তু পর্ক্সে তাহাতে দুগ্ধ ও মধু ও তৈল এব^ সূৰ্বাসু্যেত ৰহিত । কেৰল মনুষ্যের পাপেই ঐ সকল সূথ বিনষ্ট হইয়াছে; এবণ২ মনুষ্যের কৃতঘুতার শাস্তি দিবার নিমিত্তে জুপিটর নামক দেবরাজ মনুষ্য জাতিকে বহুকালের নিমিত্ত অতিকষ্টে পতিত করিয়াছিলেন, কিন্তু পরে তাহার খেদ করিলে তিনি দয়াযুক্ত হইয়। তাহাদেব পৰ্ব্ব সুপ্রতুলাৰস্থ পুনৰ্ব্বার দিয়াছেন, কিন্তু এইক্ষণের গতিকে বোধ হয় যে ক্রমে তাবৎ বিষয়ের পর্ৰখ পরিবর্ত হইতেছে। ঐ বাস্থণের এই কথা শুৱণে বোধ হয় যে বর্তমান কালাপেক্ষায় পর্বে যে অধিক সূথাবস্থা ছিল তাহ। আতি অসভ্য ও অশিক্ষিত জাতীয়েরও স্বীকার কবে । মাণ্ডান • ও কলোডান * নামক দুইজন ব্রাহ্মণকে অনিসিক্রিট • আলপন সমভিব্যাহারে আলেকসাগুরের * নিকট লইযn যাইতে বিস্তর যত্ব কৰিয়া কহিয়াছিলেন, যে আলেক্সাণ্ডৰ• হক্টতে তোমাদের লিস্তব উপকার দশিৰে । এই কথা মাণ্ডান" গৰ্ব্ব পূর্বক হেয় জ্ঞান করিয়াছিলেন বটে, কিন্তু কলোডান * তাহ। স্বীকার করিলেন । বাক * ও হর্কিউলি * যেমত যুদ্ধ করত পৰ্ব্বদেশে প্রবেশ করিয়াছিলেন, আলেক্সাণ্ডrরব ও সেই মত আাকাণ্ডু ছিল । অতএব তিনি প্রতিজ্ঞা করিলেন, যে জয় করা হয় নাই এমত জাতি যে পর্যন্ত অাছে, আমি সেই পয্যন্ত গমন করিব। কিন্তু মাসিডনীয়েরা* ঐ ক্ষণে র্তাহার সহিত গমন করিতে চাহিল না, কেনন। জয়লব্ধ সমৃত্তি /পাইয় তাহীদের লাভাকাঙ্কার এক প্রকার নিবৃত্তি হইয়াছিল;