পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫২ ঐ সকল ভাবি কথা অনর্থক কহিয়া উাহাকে আপন গৌরবtনুসারে ব্যবহার কৰিতে পরামর্শ দিয়া কহিলেন, যে আপনকার প্রধান শক্তি প্রকাশ কৰি বার নিমিত্ত বাৰিলন্‌ f নগরই অতি উপযুক্ত স্থান, কেননা আপনি স~প্রতি যেং জাতীয়দিগকে জয় করিয়াছেন তাহাদের দূতেরা সকলে তথায় আপনকার অপেক্ষায় আছেন। পরে তিনি অতিশয় আড়ম্বরে বাৰিলন f নগবে প্রবেশ কবিয়া রাজ্যোচিত গোৱৰানুসারে অথচ সমাদর ও প্রিয়বাক্যে ঐ দূতগণকে অাজ্ঞা করিলেন । আলেকসাণ্ডর * বাৰিলন নগরকে আপন রাজ্যের রাজধানী কবিবার মনস্থে তাহ। সূশোভিত করণের চিন্তা করিতে লাগিলেন। কিন্তু তাহার আকাঙু সৰ্ব্বতে ভাবে পণ হওয়াতে ৰ। এইক্ষণে এই রূপ সুখেব কল্পনাতেও তিনি যথার্থ রূপে नृशी হইতে পারেন নাই। যেহেতুক ছিফিষ্টিয়নের * মৃত্যু, ও কুইটকে” হত্যা কৰণ, এব" পার্মিনিও" আর তাহার পুত্র ফাইলটের• প্রতি নিষ্ঠুৰতা করণ, এই সকল বিষয় স্মরণে তাহার মনে এমত ব্যামোহ ও ঔদাস্য জন্মিয়াছিল যে তন্নিমিত্তে অতি প্রবল উপায়েব অ্যাবশ্যক জন্য তিনি মদ্যপান প্রভৃতি অপৰিমিতাচরণ আরম্ভ করিলেন । এই প্রযুক্ত তিনি সৰ্ব্বদ। ভোজের নিমন্ত্রণে গিয়া অপৰিমিত মদ্যপান করিতেন। এক দিবস এক স্থানে নিমন্ত্রিত হইয়া তিনি মদ্যপানে তাৰe, রাত্রি যাপন করিয়াছিলেন, এব^ পরদিবস ফ্লার এক নিমন্ত্রণ হওয়াতে তিনি তাহাও স্বীকার করিয়া অপরিমিত মদ্যপানে ভূমিশয্যা করিয়াছিলেন। তাছাতে পরিচারকের তাহাকে ঐ মৃত্যবস্থায় রাজৰাটীতে লইয়। গেল। পরে তাহার ক্রমিক পালীজ্বর হইতে লাগিল,