পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి$3 পাইলেন, যে হেতুক আন্টিগনের • শক্তি দিনে ২ বৃদ্ধি হইতেছিল। ইউমিনি * এই কৰ্ম্ম সমুন্ন করণে অতিশয় যোগ্যত) প্রকাশ কবিয়া সিদ্ধি করিয়াছিলেন ; যথা অণ্টিগন • অপেক্ষায় তাহাৰ সৈন্যস^থ্য নূ্যন ছিল বটে, কিন্তু ক্রমে ঐ শৰূপক্ষীয় কতক প্রধান ২ অধ্যক্ষদিগকে ও আজিরেল্লিডি * নামে বিশিষ্ট এক দল মাসিডন f দেশস্থ কুেশসহ পুরাতন সৈন্যকে স্বপক্ষ করিয়াছিলেন। ঐ সৈন্যদলের আঙ্গিরেল্লিডি * নাম হওনের হেতু এই যে তাহার রৌপ্যেৰ ঢাল ধারণ করিত। আলেক্সাণ্ডর * তাহাদের অভূত সাহস দর্শনে তুষ্ট হইয়। ঐ রূপার ঢাল তাহাদিগকে দান করিয়াছিলেন । এই থ রূপ নান উপায়দ্বারা তিনি ক্রমিক তিন বৎসর পর্যন্ত আন্টিগনের * মনস্থের ব্যাঘাত করিয়াছিলেন। পরে অাণ্টিগান • শীতকালে এক উত্তম সযোগ পাইয়। অকস্মাৎ তাহার শিবিৰ আক্রমণ করিয়া কেবল উাহার সেনাদিগকে পরাজয় করিয়াছিলেন এমত নছে, কিন্তু তাছাকেও বন্ধি করিয়া তৎক্ষণাৎ হত করিলেন । এইক্ষণে আন্টিগন" ঐ শত্রর ভয়হইতে মুক্ত হইয়া আপন অভীষ্টসিদ্ধি করণের চেষ্টা কfক্লতে লাগিলেন । ঐ সকল মনস্থ তিনি বহুকাল পর্যন্ত করিয়াছিলেন বটে, কিন্তু এই পর্যন্ত কথন সাহস করিয়া ব্যক্ত করেন নাই । তিনি প্রথমে বাবিলনে+ যাইয়। সেই নগৰ অকুেশে অধিকৃত করলেন, যে হেতুক সিলুক” নামক তথশাসনকৰ্ত্তা ইজিপুf দেশে পলায়ন কবিয়া • টলেমির* অাশুয় লইয়াছিলেন, তৎপরে তিনি সিলাসিরিয়৷ ” ও ফিনিশিয়া নামক প্রদেশদ্বয় আক্রমণ করিয়৷ অধীন কfরলেন, এৰ এক বৎসরের মধ্যে পাচশত থান ডিঙ্গ। প্রস্তুত