পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭e করিয়। তিনি টাইএর f নগর আক্রমণ করিয়া তাছার ধৃ"স করিলেন । এই কালে টালমি* ও লাইসিমেক ও সিলুক - এৰ• কণসাগুর - এই চারি জনে ঐক্য হইয়। অান্টিগনকে* দমন করিবার নিমিত্ত এক যুক্তি কৰিয়াছিলেন । তদনুসারে টালমি* অনেক সৈন্যের সহিত গাজায় । যাইয়া আন্টিগনের পুত্র ডিমিটিয়কে • আক্রমণ করিয়া পরাভূত করিলেন, সে সময় ডিমিটিয়* অধ্যক্ষতার ভার লইয়াছিলেন, কারণ তাহার পিত। তৎকালে উপস্থিত ছিলেন না ; কিন্তু ডিমিটুিয়’ টলমিব* এক জন অধ্যক্ষকে আক্রমণ কৰিয়) পরাভূত করণদ্বারা আপন পৰ্ব্ব সম্ভ্রম শীঘ্রই পুনঃপ্রাপ্ত হইলেন । সে যাহা হউক টালমি” গাজায় । জয়ী হইয়া সিলুককে কতক গুলিন সৈন্য দিয়াছিলেন তাহ লইয়। সিলুক বালিনে পুনগমন পূৰ্ব্বক তাহা অধিকার কলিয়। মৃত্যুকাল পয্যন্ত শাসন করিয়াছিলেন । অাণ্টিগন * ও টালমি" ও লাইসিমেক- এবণ২ কাসাণ্ডব* কিয়° কাল স্বাধীন রাজাদেৰ ন্যায় কর্তৃত্ব করিয়াছিলেন বটে, তথাপি আলেক্সাণ্ডৱ• নামক মসিডনের যুবরাজকে বাহ্যে সাধারণ স্বামিস্বরূপ মান্য কবিতেন ; কিন্তু এইরূপ প্রবঞ্চিত ব্যবহার কেবল লোকদিগকে ভুলাইবার নিমিত্তে। এই ক্ষণে ঐ ছলের অনাবশ্যকতা বুঝিয়। তাহাব সকলে ঐ ছদ্মবেশ পরিত্যাগ পৰ্ব্বক যথার্থ রূপে প্রকাশিত হইলেন, অর্থাৎ আন্টিগন* এব^ তাহাব পুত্র সিরিয়া + দেশের রাজা হইলেন ; ও ইজিপুী দেশ টালমির* রাজ্য হইল , আর কাসা- . গুর* মসিডনী দেশাধিপতি হইলেন, এব^ লাইসিমেৰু • ও সিলক* স্ব ২ প্রদেশের সামুাজ্য পদপ্রাপ্ত হইলেন।