পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শক্ত করিয়াছিলেন ; অতএব পাশাঁর সৈন্যের মধ্য ভাগ ক্ষীণ দেখিয়া অতিশয় সাহস পৰ্ব্বৰু আক্রমণ করিল,এৰ- ঐ ভাগ প্রায় পরাভূত হয় এভৎকালে দুই পাশ্বের যোদ্ধাগণ জয়ী হইয়া হঠাৎ ঘুরিয়া শম্ভুগণেরউপর আক্রমণ করাতে তাহারা একেবারে ছিন্ন ভিন্ন হইল ঃ ইহাতে সাৰ্ব্বত্রিক পরাজিত সৈন্যের গোল উপস্থিত হওয়াতে তাহার। শীতু আপনাদের ডিজায় উঠিয়া পলাইল। আধীনৗয়ের • সমুদ্রতার পর্যন্ত তাহদিগের পশ্চাৎ দৌড়িয়া কতক গুলা ডিঙ্গা দগ্ধ করিল। যখন শতুর তীরহইতে ডিজ। সকল ঠেলিতে ছিল তখন ইস্কাইল * নামক কৰির ভূত সাইনিজির - একথান ডিঙ্গ ধরিকুশছিলেন ; তাহাতে তাহারা উহার দক্ষিণ হস্ত কাটিলে তিনি তাহা ৰাম হন্তে ধরিলেন, এৰ-১ ঐ হন্তও কাটাতে দন্তদ্বারা ধরিলেন, এইরূপে তিনি প্রাণ ত্যাগ করিলেন _ শজুদের সাতখান ডিঙ্গা গ্ৰীৰুদের হস্তগত হইল, এৰপলায়ন কালে যে সকল লোক জলময় ও ডিজামধ্যে দগ্ধ হইয়াছিল অভিন্ন শত্ৰুগণের ছয় সহস্র সেনারও অধিক যুদ্ধক্ষেত্রে হত হয়। কিন্তু টুকদের দুইশত লোকের অধিক নষ্ট হয় নাই, ইহাদের মধ্যে কালিমাক * নামক এক জনেরই মতাধিক্যানুসারে যুদ্ধক্ষেত্রে স^গ্রাম হইয়ণছিল। অনুমান হয় যে এই যুদ্ধের কারণ যে হিপিয় • তিনি স^গ্রামকালে হত হইয়াছিলেন, ইহা পৃথিবী সষ্টির ৩৫ ১৪ বৎসর পরে ঘটে। কিন্তু কেহ ২ কহিয়া থাকেন যে তিনি সেখানহইতে পলায়ন করুণানন্তর লিম্ন + উপদ্বীপে যাইয়া অতিকষ্টে মরিয়াছিলেন । মারাথনের এই প্রসিদ্ধ স~গ্রাম ইতিহাসের মধ্যে অতিশয় প্রধান বলিয়া গণনা করা যায়, কারণ ইহাহইতেই