চক্ষুদান । η বন্ধু। (সহান্ত বদনে) বেশ! আঃ শ্লোক সিদ্ধান্তও তোর এত এসে ? আচ্ছ, তুই কি বুৰিছিস্ আমার দুঃখ কি বল্ দেখি ? নাপ্তে। কৰ্ত্তাটা ভাল বাসেন না, তার বারটন টাও যেন কিছু অাছে এমনি বোধ হচ্যে । বস্থ । ( অধোবদনে ) কিছু কেন ভাই, যতদূর হতে হয় । к নাপ্তে। বলো কি ? ও রোগ ধরেছে ? সত্যি ? বয় । তা নৈলে বলচি কি আমার মাথামুণ্ডু । আমার অদৃষ্ট পুড়ে গেছে একেবারে। (সরোদনে ) মা আমার নাম রেখেছেন বসুমতী, বসুমতী সব সন্থ করেন অকারণ পদাঘাত সহ করতে পারেন না, কিন্তু আমি এমনি বসুমতী যে পদাঘাত তো পদঘাত, আমার অদৃষ্টে কত মৰ্ম্মাঘাত সহ কত্তে হচ্যে। এই আটপর রাৎ এক পড়ে থাকি, এই দিন, এই কাল, অমুনি ফেলে চলে যায়। নাপ্তে-বোঁ, তোর কাছে বেশী কথা বলবো কি ? তুইতো মেয়ে মানুষ, সকলি জানিস, ইচ্ছ। ছয় গলায় দড়ী দি কি বিষ খেয়ে মরি, আর ভাই যাতনা সইতে পারিনে, কত লোক মরে আমার অদৃষ্টে মৃত্যুও নাই ।
পাতা:চক্ষুদান.djvu/১১
অবয়ব