পাতা:চক্ষুদান.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फ्रकूनांम । नाre !, न कि ? ५धान নিষ্ঠুর তিনি ? রেভের মধ্যে আর ঘরে এসেন না ? বসু । পূর্বে আদতেই আসা হতো না, এখন দেখতে পাই অনুগ্রহ করে রাত্রি ছুটে আড়াইটের পর আসা হয়, তা সে আসায় কাষ কি ভাই, এসে চক্ষু বুজতে না বুজতে ভোর হয়ে পড়ে। দূর হোকুগে আমি আর আলাপ করিনে, পোড়া কপাল পুড়ে গেছে আর কি বলবো? নাপ্তে। তুমি কিছু বহুতে পার না ? তুমি বলুতে পারনা বলেই ত,—হু হু তোমার এত হয় । বসু । তার কি আর কসুর করেছি ? প্রথম প্রথম সে বিষয়ে নিবারণ করবার নিমিত্ত কত করে মনযোগাভেম,ক্ষত খোসামদ করতেম, কতই বা উপদেশ দিতেম, তাতেও তো কিছু হলোনা " চোরা না মানে ধর্মের কাহিনী, ” তা আর কি করবে। সে সব এখন ছেড়ে দিছি, এখন কেবল অশ্রদ্ধার পাত্র হয়ে পড়েছেন, স্বামী পরম গুৰু মনে মনে জানি, ভক্তিও আছে, কিন্তু যাতনাতে এখন মুখে যা এসে ভাই বলি, গালি মন্দ দি, এতেও তো কিছু করতে পারলেম না; কেমন পেত্নী পেয়ে বসেছে সে ছাড়াবার জার কোন উপায়-নাই ?