পাতা:চক্ষুদান.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চকুদাম । ఫి নাপ্তে। কেন ? উপায় নাই কেন ? কোন রকম সকম কল্যে হয় না ? বসু । কি ? গুণ জ্ঞান—না ভাই, তা আমি করতে পারবো না—আবার মজুমদারেরদের বাড়ির যে হয়ে উঠবে ? নাণ্ডে । কি হয়েছিল সেখানে ? বসু । সে ভাই অনেক কথার কথা । নাণ্ডে । বলন শুনি কি হয়েছিল । বসু । মজুমদারেরদের বেএরও কপাল আমার মত, তার স্বামী ঘরে থাকৃতে না ঐ বেীএর মা সেকথা শুনে কোথা হোতে ঔষধ আনিয়ে পাঠিয়ে দেছিল, বলেছিল এই ঔষধ দুধের সঙ্গে খাণ্ডুয়াতে, তা মজুমদারেরদের বোঁ সন্ধ্যেবেলা যখন তার স্বামী ভোজন করে সেই সময় দুধে গুলে বাটীতে করে নিয়ে গিয়ে পাতের কাছে দিলে, দিয়ে সেখানে দাড়িয়ে থাকলে, তার স্বামী অন্য সামগ্রী খাওয়ার পর যেমন দুধের বাটীতে হাত দেয় অমূনি সে সত্বর গে হাত ধরে বল্পে তোমার এ দুগ্ধ খাওয়া হবে না। নাপ্তে। সে কি আপনি দিলে আবার আপনিই বারণ করলে ? বসু । মনটা বুঝি কেমন করে উঠলো তাই