পাতা:চক্ষুদান.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¥ 8 চকুদান। হয় বাইরের ঘরে গে শুয়ে থাক-কি করে ? ও কাপড না কেচে ও কাপড়ে তুমি আমার বিছানায় উঠতে পারবে না—তবু কথা শোন না, তবে আমি এখানথেকে উঠে যাই । ( সত্বর উঠিয়া গমন করত ) না না, তুমি আমাকে দুয়ো না । [প্রস্থান। নিকুঞ্জ । আঃ স্থির হও, যেওনা যেওনা— [ তদনুসরণে প্রস্থান । দ্বিতীয় গর্ভাঙ্ক । مسجو هم مساحمد (নাপ্রতে-বে'উপবিষ্ট, বসুমতী নাপূতে-বেকে পুরুষবেশ করাইতেছে।) নাপৃতে । (হাস্য করিয়া ) এ সকল যেন হলো কিন্তু এ গোপ্টা কোথা পেলে ? বসু । আমাদের বাড়ির পাশে ঐ যে ঘোষেদের বাড়ি আছে, ঐ বাড়িতে সখের যাত্রার দল হয়েছিল, তাতে ছোড়ার সাজতো কি না— নাপুতে। তা তুমি প্লেলে কেমন করে ?