পাতা:চক্ষুদান.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$ চক্ষুদান । পাচলির ছোকরার মতনই বটে। বালি থেকে মিসেরা আমাদের গায়ে পাঁচালি গাইতে গেছলো, তাদের মধ্যে যে ছোড়া ছড়া কাটায়, সেটা ঠিক এই রকম, পোড়া পোড়া উননমুখ, কোঠর চোক, গোপ আছে, আবার ঠিক এমৃনি পাগড়ী বাধা । বসু। সে কি লো ? তোর কি পোড়া মুখ ? আহ, দিব্বি মুখ, যেন ঢল ঢল কচে । নাপ্তে । তা ভাই, তোমার মনে ধল্লেই হলো । ( গোপে হস্ত দিয়া হাস্য ) আমার নাম গোবৰ্দ্ধন দাস চট্টোপাধ্যায় মহাশয় ; হা! হা! হা ! হা! আমি পাচালির ছড়া কাটাই । বসু । (হায্য করিয়া) দূর হ! দাস চট্টোপাধ্যায় কি ? রামণে কি দাস হয় ? যা হোক তার আস্বার সময় হলো এসে ; খুব সাবধান, যেন চলা টলায় কি কথা বাত্রায় মেয়ে মানুষ বলে ধরা না পড়িস্ । নাণ্ডে । তাইতো, আমার বড় ভয় হচ্যে, আর হাসিও পাচ্যে, আমি কি পুৰুষের মত চলতে পারবো ? না কথা কৈতে পারবো ? বসু । পারবি বৈ কি ? আগে হতে না হয় অভ্যাস কর ।