পাতা:চক্ষুদান.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চক্ষুদান। డిసె বিরহে আমার অন্তর দগ্ধ হচ্যে, এখন তোমার বচন|মৃতদানে শীতল কর।” নাণ্ডে । “প্রিয়ে, তোমার বেরালে আমার অনন্তর দন্ধ হচ্যে”—তার পর কি ? ভুলে গেলুম । বসু (উচ্চ হাস্য ) মরণ আর কি ! , নাপ্তে । দিদি ঠাকৃষ্ণণ, আমি অতো কথা বল্‌তে পারবো না । বস্তু । আচ্ছ, তবে আমি তোকে সাধুবো, তুই মান করে বসে থাকবি, তা হলে আর ভোকে অধিক কথা কৈতে হবে না, কেবল হু হুঁ দিলেই হবে । নাপুতে। সেই কথাই ভাল। কিন্তু ভাই আমার বড় হাসি পাচ্যে। এ এক পালা যাত্রা, মন্দ নয় । श ! झी ! श ! श ! A. বসু । আরে করিস্ কি ? গেলি যে ! অতো হাসলে সব নষ্ট হবে। (পদশব্দ শুনিয়া) চুপ্‌ চুপ্‌ ঐ বুঝি আস্চেন । আমি বসে পান সাজি, छूरे ফিরে বসে মান করে থাক। খুব সাবধান, যেন হাসিস্থনে । ( নিকুঞ্জবিহারীর প্রবেশ । ) নিকুঞ্জ । (স্বগত) আজ আবার ঢের রাত্রি হয়ে পড়েছে, কিন্তু আজ যুমিয়েছে বোধ হয়, এখনও কি