পাতা:চক্ষুদান.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

裂多 চক্ষুদান । জেগে আছে ? ( দেখিয়া স্বগত) ঘরে আলে জ্বলচে যে –কিসের গন্ধ বেরিয়েছে—এ যে আতর, গোলাপফুলের মালা বিছানায় সাজান, ইস্! আজ যে বড় ঘটা দেখি, ঘর সাজান হয়েছে, বসুমতী বেশ ভূষা করে বড় যে পান সাজচে, কাওটা কি দেখতে হলো । ( গবাক্ষদ্বারে দণ্ডায়মান । ) বসু । (স্বগত) সেই ভাল এই কথাই বলি । ( প্রকাশে ) ও কিও, যদি অনুগ্রহ করে এলে, তবে ওখানে কেন ? এই বিছানায় এসে বসে । আমি যত্ন করে সব সাজিয়েছি আমার তা সার্থক হোক কেন ? অধোবদন হলে যে, রাগ করেছ ? নিকুঞ্জ । (স্বগ্নত ) কাকে বলচে ? আমাকে কি দেখতে পেয়েছে ? না, তবে কার সঙ্গে কথা হচ্যে ? ভাল দেখা যাচ্যে না, কে ঘরে এসেছে ? সন্দেহ হলো যে, বৃত্তান্ত কি ? বসু । ছিভাই, তুমি স্নান বদনে থাকলে, তোমার স্নানবদন দেখলে আমার প্রাণটা কেমন করে । নাপ্তে। যাও আর তোমার কথায় কায নাই । বসু । তোমার পায়ে পড়ি ক্ষমা কর, আর রাগ করে না । নাপ্তে। স্থা, বড় ভালুবাস তা জানি আমি ।