পাতা:চক্ষুদান.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চক্ষুদান । Հtr আমোদ করে আমাকে এই রূপ সাজিয়ে ছিলেন । দোহাই দাদাঠাকুর । আমার কোন দোষ নাই । আমাকে আপনি ক্ষমা কৰুন্‌ ! - নিকুঞ্জ । (তাহাকে পরিত্যাগ করিয়া অধোবদন ) । বসু । ওকি ? মাথা হেঁট করে থাকলে কেন ? নিকুঞ্জ । বসুমতি, বৃত্তান্ত কি বলদেখি ? আমিতে। তোমার অভিপ্রায় কিছু বুঝতে পাচিনে। - বসু । নাথ, তুমি কি ভাব আমি ব্যভিচারিণী, আমি কুলটা, আমার কুলকলঙ্কের ভয় নাই, আমি কুকাৰ্য্যই করে থাকি ? নিকুঞ্জ । তাতো নয়, আমি জানি, তা এমন কাণ্ডটা অজু করলে কেন, যথার্থ বল দেখি ? বসু । তুমি আগে যথার্থ বলে এ ব্যাপার দেখে তোমার মন কেমন হয়েছে ? : নিকুঞ্জ । অামার মন যে কিরূপ হয়েছে তা বলতে পারিনে, তুমি পরপুৰুষ ঘরে এনেছ দেখে আমার যে ক্রোধোদয় হয়েছিল আত্মশিরশেভূদন তার অকিঞ্চিৎকর, জগৎ সংসারকে একেবারে ংহার করলেও তার নিবৃত্তি হয় না, এমৃনি জুগুপার উদ্রেক হয়েছিল যে সংসার ধৰ্ম্মকেই একেবারে - 하