পাতা:চক্ষুদান.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চক্ষুদান । • AE সংসার দেখচি এ রাজার সংসার, অভাব কি, গহন। পত্র সামগ্ৰী দিব্যি, কিছুরই অপ্রতুল নাই। বসু । হু ! খাওয়া পরিবার দুঃখ কি দুঃখ ? নাপ্তে। তবে ভাই তোমার কিসের দুঃখ তাই বল না শুনি, শাশুড়ী ননদ নাই যে জ্বালা যন্ত্রণ দেবে, দুৰ্ব্বাক্য বল্বে, আপনিইতো সংসারে সর্বে সৰ্ব্ব দেখচি । বস্তু। নাপ্তে-বোঁ, তুই কিছু সেকেলে ধেতের মানুষ, অভশত বুঝিস্নে বটে ? শাশুড়ী ননদে কি করে উঠতে পারে ? মৰ্ম্ম-বেদনা দেওয়া কি তাদের সাধ্য ? তারা যে সব যাতনা দেয় সে বাহ দুঃখ বৈত নয়, মনের মুখ থাকূলে কি তা গ্রাহি করি ? তা সে কথা থাকৃ, নাপ্তে-বেী, পতার কথাটী বল্‌ দেখি শুনি । & নাপ্তে। ই তা বটে, ঐ যে কথায় বলে “ অপিনার ঢাকা থাক্, পরের বিকিয়ে যাক, ”ভাই । বসু । না ভাই, তামাসা নয়, সত্যি বলুনা ! নাপ্তে। কি বলবো ? বন্ধু । তুইতো দেশেই থাকি, ও পাড়া থেকে এ পাড়ায় শ্বশুর বাড়ি, তা এখানে কত দিন এসেছিস্ । নাণ্ডে । এই অস্ত্ৰাণ,মাসে এসেছি ।