পাতা:চক্ষুদান.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চক্ষুদান। 红 বন্ধু । তবে ভাই, ভোর চেয়ে সুখী পৃথিবীতে কে আছে ? এ দানা সোণায় কাজ কি, এ ঘর বাড়িতেই বা কি দরকার ? ভাল খেতে পত্তে চাইনে, দিনাস্তে বা দুদিন অন্তুর যদি শাকান্ন পাই, গাছ ভলায় শুই, সেও ভাল, কিন্তু যদি স্বামীর সোহাগে থাকৃতে পাই । স্বামী অন্যের প্রতি চোক না দেয় স্ত্রীলোকের এর চেয়ে আর কি আছে? তা নাপ্তে-বোঁ, তোর ভাই সার্থক জীবন, তুই আমাকে এউ পার ধুলো দে দেখি । নাপ্তে । ও কি কথা বলে, অকল্যাণ হবে যে ? ছি ! ওকথা ছেড়ে দেও, এখন মা ঠাকুৰুণ যে আমাকে এত করে বলে কয়ে পাঠালেন্থ স্ট্রাকে গে কি বলবো ভাই বল —চুপ করে রৈলে যে,}, বসু । ( সজল নয়নে ) বলবি আর কি ? বলিস্ তার আর তোমার তত্ত্ব করে কায নাই, তোমার সে নাই—তোমার বসু মরেছে । ( রোদন । ) নাপ্তে। ওকি ভাই, তুমি অমনতর কথা কবে জান্‌লে আমি এখানে আস্তেম না, আমি এত করে এলেম, ৰলি আমাকে যথেষ্ট ভাল বাসেন, আমি যাই, তা মনের কথাতে আমার কাছে কিছু বল্পে না, ওকি অলক্ষণে কথা বলুতে লাগলে ?