পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. চণ্ডকৌশিক । 5 কর্ণাট-প্রদেশে আজি করিতেছে আধিপত্য সেই নন্দ কুলোদ্ভব কোন এক নন্দ ; তাহার নিধন-তরে চন্দ্রগুপ্ত হয়ে পুন আসে রাজা “মহীপাল” নাহি কোন সন্দ । সেই মহারাজ মহীপাল আমিীকে আজ্ঞা করেছেন— পারিপাখিকের প্রবেশ । গরি (—মহাশয় । সেই রাজা কি আজ্ঞা করেচেন ? o —এষ্ট আজ্ঞা করেছেন ;—“প্রসিদ্ধ বিজয়-প্রকোষ্ঠের প্রপৌত্র কবিবর ক্ষেমীশ্বরের কৃত চণ্ডকৌশিক নামক অভিনব নাটক তোমরা অভিনয় কর ।” সেই প্রসিদ্ধ কবি, নাট্য-বেদ-বিশারদ বিদ্যা-কলাবিৎ লোক-ব্যবহারজ সভাসদদের এইরূপ বলেচেন ৪— একেবারে দোষ-শূন্ত কিম্বা গুণ-বিবর্জিত এ জগতে কিছু নাহি হয়গো দর্শন । অতএব বলি শুন, দোষগুলি ঢাকা দিয়া গুণগুলি প্রকাশিয়া কহ বুধগণ ॥ আচ্ছ, পারিপাশ্বিক, নটের এখনও কেন তবে সঙ্গীতের সহিত ভনয় আরম্ভ করূচে না ? রি –(সভয়ে অধোমুখ হইয় ) সেই গ্রহণের সময় যে দ্বিজবরকে দক্ষিণ দেবেন বলে* অfপনি প্রতিশ্রত হয়েছিলেন, তিনি তা’ না পাওয়ায় এখন সেই নিমিত্ত অত্যস্ত কুপিত হয়ে আছেন । আর এইজন্য নটেরাও অত্যস্ত ভাবিত হয়ে পড়েচে । —( ভীত ও চিন্তিত হইয়া পরে সহৰ্ষে ) দেখ মারিষ ।