পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডকৌশিক । মিলনে হতাশ হয়ে, নিশা-শেষ কোনরূপে, Z球 করিল যাপন ॥ (চিন্তা করিয়া ) আহা ! নিশ্চয় সে নতত্ৰ – ' : কেহ আলিতেছে দেখি", মম আগমন-আশে, বৃথা ব্যস্ত হয়ে, উঠে অভ্যর্থনা-তরে ; অমনি গো সখিগণ মুখ চাকি' সঙ্গোপনে মুচকিয়া হাসাহাসি করে পরস্পরে। তখন সে প্রিয়া মোর তাদের সম্মুখে লজ্জায় কাতর হয়ে থাকে অধোমুখে ॥ দু।–( হান্ত-সহকারে ) মহারাজ ! গতানুশোচনা করে কেন বৃথা ক্লেশ পাচ্চেন ? আসুন আমরা সেখানে গিয়ে দেবীকে প্রসন্ন করবার চেষ্টা করিগে । iাজ –তুমি ঠিক বলেছ, এসে তবে সেইখানেই যাওয়া যাক । ( পরিক্রমণ করিতে করিতে নিঃশ্বাস ফেলিয় ) কিন্তু এখন দেখা করবার সময় নয়—সে সময় চলে গেছে ; তাই এখন আমার যেতে কষ্ট বোধ হচ্চে । ; क्लिन्न-क्लिझ कथt cभांज्ञ কহিতেছিল সে যবে পুনঃ পুনঃ করিয়া যোজনা, আমার পথের পানে অবিরত ছিল চাহি” যখন সে হরিণ-নয়ন, । তৃণমাত্র নড়িলেও আমি আসিতেছি বলি” করিতেছিল গো কলপনা, সে সময়ে অলক্ষিতে ষাইয়া পশ্চাতে তার সাদরে গো করিতাম যদি আলিঙ্গন,