পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ 6 চণ্ডকৌশিক । কুশভূমে তৃণগুলি কোথায় হয়েছে ছিন্ন, কোথাও আমূল উৎপাটিত । কুক্ষম-চয়ন-তরে কোথাও সদয়াক্কষ্ট অগ্র-শাখা লতা অানমিত । এই সব শাখীদের পূৰ্ব্বে বল্কল ছিল —ক্ষতচিহ্ন তাই গাত্রোপরে । এই সব তরু-হতে ক্ষীর ঝরে—সদা-ছিন্ন হইয়াছে ইন্ধনের তরে ॥ (চারিদিকে অবলোকন করিয়া ও সকৌতুকে শুনিয়া ) মহারাজ ! দেখুন, দেখুন ! বরাহটা এখন আশ্রমের নিকটে বিচরণ করচে, একে এখন অন্বেষণ করা বৃথা । কদম্ব-কোটরে শুক অভ্যাগত জনে করে স্বাগত ভাষণ । হৰ্যগন্ধী সমীরণ —ম্ৰাণ-ভূপ্তিকর—করে হৃদয় হরণ । এই সব মৃগকুল ইহারে হেরিয়া, হয়ে তটোপাস্তে কুশ যার —হেন নিঝরিণী-জল করি৩ে.৮ পান ॥ এই বরাহটা এখন আশ্রমের নিকটে বিচরণ করচে–ওকে অন্বেষণ করে আর কি হবে ? এখন অশ্বের জলপান করে বিশ্রাম করুক । জাষি ততক্ষণ কেবল ধন্থমাত্র হাতে নিয়ে আশ্রমে প্রবেশ করে মুনিকে অভিবাদন করিগে। পূজনীয় ব্যক্তিদের পূজা না করে গেলে অমঙ্গল ঘটে এইরূপ প্রবাদ আছে । ( রথ হইতে অবতরণ )