পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডকৌশিক : లి: ভিক্ষা-দৈগু—সুলভ সে দ্বিজাতির-মাঝে, ক্ষত্রিয় হষ্টয়া ভিক্ষা নাহি মোর সাজে । মূল ধন না থাকিলে বাণিজ্য না হয় ; নিধনের কিসে হবে ধনের সঞ্চয় ? সবেতেই কালাপেক্ষ হয় প্রয়োজন, কিন্তু অপেক্ষিতে হেথা আমি যে অক্ষম ॥ আমার মত হতভাগ্য এখন তবে কি করবে ? ( উপায় নিৰ্দ্ধারণ করিয়া সহৰ্ষে ) হয়েছে ! আমি এখন তবে ৪— পালিব শাশ্বত সত্য আপনারে করিয়া বিক্রয়, मङ] अन्नशिाउ झ्ट्रल विद्मनििङ ज्ञ८ट् ८लांक-छ्ब्र । (মনস্থির করিয়া) দেবী দীর্ঘ পথ চলে শ্রাস্ত হয়ে বৎস রোহিতাশ্বের জন্ত অপেক্ষা করচেন। তিনি না আসতে আসতেই—আমি ততক্ষণ আমার কাজটা শেষ করি । ( উদ্ধে অবলোকন করিয়া ) এ কি ! স্বর্য্যদেব যে মধ্যাহ্লে আরোহণ করেচেন দেখচি । তপনের তীক্ষু তাপ প্রচও কৌশি ক্ষ-সম ঘোরতর করিছে দহন । চারিদিকে পথ সব —এ মোর মানস-সম— সেট তাপ করিছে বহন । এ ছায়ারো–দৈব-বশে– দেখ এবে দীন দশা, তাই ছায়া, দেবীর মতন শ্রাস্ত-ক্লাস্ত-দেহ হয়ে তরুদের তলে আসি" করিয়াছে আশ্রয় গ্রহণ ॥