পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•e চণ্ডকৌশিক । ওরে বাছা ! কোপ-ভরে অধরোষ্ট করি বিস্করণ দেখিছ কি এ পাপীর भांग्रांशेन निईब्र श्रांनन ? মাংসাশী নিকৃষ্ট জীব —নিজ বৎস প্রিয় নহে যার— তারো তৰু পত্নী প্রিয়, ' আমি দেখ উভয়েরি বার ॥ তবে এই চণ্ডালের পিছনে পিছনে কেন আসূচিসূ বল—তোর মায়ের সঙ্গে যা । ( বিহবল হইয়া ) শৈব্য –নাথ! এই হতভাগিনীর উপর দয়া করে মহর্ষি কি একটু কাজের শৈথিল্য করবেন না ? ( বালককে লইয়া পরিক্রমণ ) কৌশিক বিশ্বামিত্রের প্রবেশ । কে –আঃ ! এখনও আমার দক্ষিণাটা দিলে না ? রাজা –( শুনিয়া সভয়ে উঠিয়া ) মহর্ষি ! এখন এই অৰ্দ্ধেক গ্রহণ कङ्गन ! কে –আঃ ! অৰ্দ্ধেকে কি হবে ? যদি আপনি প্রতিশ্রত দক্ষিণ আপনার দেয় মনে করেন, তাহলে সমস্তই দিন । নেপথ্যে — ধিক্ তপে, ধিক্ ব্ৰতে, ধিক্ জ্ঞানে, ধিক্ তব পাণ্ডিত্যে শোনো গো ব্ৰাহ্মণ । হরিশচন্দ্রের যবে এই শোচনীয় দশ ‘. . করিলে গো তুমি সংঘটন ॥ কে – শুনিয়া সক্রোধে ) আঃ ! কে আবার ধিক্ শৰে আমাকে