পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডকোশিক । ●● আসিয়া প্রকাশ্যে ) ওরে ওঠ, আমিই তোকে কিনব—যে স্ববর্ণ মূল্য চাচ্চিল, এইনে । - রাজা –(সহৰ্ষে উঠিয় ) ওগো সাধু আচ্ছা নিয়ে এসে ; ( দেখিয়া সবিষাদে) বাপু তুমি আমাকে কিন্‌তে চাচ্চ ? ধৰ্ম্ম ।—ই, আমিই তোমাকে কিনতে চাচ্চি । রাজা – আচ্ছ, আপনি কে বলুন দিকি ? ধৰ্ম্ম — সৰ্ব্ব শ্মশানের ওগো আমি অধিপতি, দওtধ্যক্ষ পুরুষের মুবিশ্বস্ত অতি । বধাস্থানে নিয়োজিত করেগে যাহায় —জানিবে গো আমি সেই চণ্ডাল-মশায় ॥ রাজা –( আবেগ-ভরে নিকটে গিয়া কৌশিকের পদতলে পড়িয়া ) মহর্ষি ! প্রসন্ন হোন—প্রসন্ন হোন । অঋণী হইব, বিপ্ৰ ! বরঞ্চ দাসত্ব ভব করিয়া স্বীকার ; চণ্ডালের দাসত্ব করা দেখি নাই শুনি নাই জীবনে আমার ॥ কৌশি –ধিক মুখ । তপস্বীরা নিজেই যে দাস ; তোমার দাসত্ত্বে আমার কি কাজ হবে ? রাজা –( সামুনয়ে ) মহর্ষি ! যা আজ্ঞা করবেন, তাই করব । কে –শোনো বিশ্ব-দেবতার শোনো ! যা আমি আদেশ করব, তাই তুমি করবে ? ब्रांब !-ईt; पञांभि कब्रव । কৌশি –আচ্ছা তা হলে এই ক্রেতার নিকটেই আত্ম-বিক্রয় করে* আমাকে দক্ষিণ-মুবর্ণ দান কর । -