পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓe চণ্ডকৌশিক । নিকটে গিয়ে উপস্থিত হোন ; তা হলে মুনির নিকটে আমি নিজেকে নিরপরাধী বলে সমর্থন করতে পারব। বিদ্যাগণ –(সবিস্ময়ে পরস্পরের প্রতি অবলোকন করিয়া ) রাজন । তাই হোক । -- সিদ্ধি-রসনিধি স্কন্ধে লইয়া, বেতালগণকর্তৃক অনুস্থত হইয়া কাপালিকের প্রবেশ । কাপালিক —(সহসা নিকটে আসিয়া ) রাজন। এই সিদ্ধিরস-মহানিধি আপনি সৌভাগ্যক্রমে লাভ করেছেন। অতএব, ভগবান রসেজকে এখন আপনার কাজে লাগান । যাহার প্রয়োগমাত্রে এড়াইয়া মরণের হতে অমর-লোকের মার্গ অনাসে পাইয় অচিরাৎ সিদ্ধগণ বিচরণ করে সেই মরু-শিরোপরি যেথা প্রস্ফুটিত হয় ইষ্ট-কল্প-ক্রমের মঞ্জরী ॥ রাজা –না না, এ দাসত্ৰতের বিরুদ্ধ ; এতে প্ৰভু বঞ্চিত হতে পারেন । কাপা –(সবিস্ময়ে স্বগত ) অহো আশ্চৰ্য্য ! আচ্ছ তবে এইরূপ বল বাক । ( প্রকাশুে ) তা যদি হয়, তা হলে সকলত্র দাসত্ত্ব মোচনে মূল্য-স্বরূপ এই মহানিধিটি আপনি গ্রহণ করুন। - রাজা – তা কিরূপে হবে ? কেননা, শাস্ত্রকারের দাস-ভাবকে ধন সম্পর্ক-হীন বলে মনে করেন। তবে, এ ধন প্রভুর নিমিত্ত গ্ৰহ করা যেতে পারে—সেই জন্তই পরিত্যাগ করা উচিত নয়। আপনা দি মত হয়, তা হলে প্রভুর জন্ত এই গুপ্ত ধন আমি গ্রহণ করি