পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস পুরুষ রঙ্গেতে করিতে বেকত তাহার লাগিয়া ভেল ॥ २० কল কল শুনি রাই বিনোদিনী গবাক্ষে বদন দিয়া । চণ্ডীদাস কহে কানু হেমমালা তুরিতে দেখহ গিয় ॥ ৮। বর্ণসাগু হেতু শ্ৰীকৃষ্ণকে মনে পড়ায় বিয়হজালা বাড়িল । ৯ । কালজাদ – কৃষ্ণবর্ণের অঙ্গাবরণ । Ꮌ& জয়শ্রী ব্রজরাজ বালা রাজ পথে আইল৷ লইয়া ধেনুর পাল । সঙ্গে সখাগণ ছিদাম সুদাম সাল ॥ o সুবল সঙ্গাত তার কাধে হাত ৫ আরোপি নাগর রায় । হাসিতে হাসিতে সঙ্কেত বঁাশীতে এ দুই আঁখির গায় ॥ এ কথা আনেতে কিছুই না জানে সুবল কিছু সে জানে । > o হৈ হৈ বলি রাজপথে চলি গমন করিছে বনে ॥ গবাক্ষে বদন দিয়া প্রেমময়ী রূপ নিরীক্ষণ করে । দোহার নয়নে , , হৃদয়ে হৃদয় ধরে ॥ দেখিতে শ্ৰীমুখ– বেথিত হইল রাধা। এ হেন সম্পদ বনে পাঠাইতে • তিলেক না করে বাধা ॥ २० ভাই বলরাম নয়ন মিলল ১৫ মণ্ডল সুন্দর (? 3) কেমন যশোদ। মায়ের পরাণ পুতলি ছাড়িয়া দিয়া । কেমনে রয়েছে গুহমাঝে বসি চণ্ডীদাস কহে ইহা ॥ ৮ । এ দুই অtখার—“রাধা এই দুই অক্ষর । సెb છુછુસૌ বদন হেরিয়া १Iन्न १Iण ?छग्नां কহে বিনোদিনী রাই । শুনলো স্বজনি হেন মনে গণি আন ছলে পথে যাই ॥ হেরি শু্যামরূপ নয়ন ভরিয়া ৫ অণখির নিমিষ নয় । এক আছে দোষ গুরুজন রোষ তাহাই বাসিয়ে ভয় ॥ অাখির পুতলি তারার মণি যেমন খসিয়া পড়ে । У о শিরীষ কুমুম . জিনিয়া কোমল পাছে বা গলিয়া পড়ে ॥ ননীর অধিক শরীর কোমল বিষম ভানুর তাপে । জানি বা ও অঙ্গ গলি পানী হয় ১৫ ভয়ে সদা ভল্ল কঁপে ॥ কেমন যশোদা নন্দ ঘোষ পিতা । হেনক সম্পদ ছাড়ি । কেমনে হৃদয় ধরিয়া আছয় ।

  • এই ত বিষম বড়ি ॥ २ e

ছারে থারে যাকৃ. এ সব সম্পদ অনলে পুড়িয়া ধাকু ।