পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

莎 চণ্ডীদাস মিছাই বচন লোকের সূচনা আমি ভাল জানি ইহা ॥ ৮ । এ বুক চিরিয়া দেখাইলে মিলিবে অর্থাৎ দেখিতে পাইবে। ১৩ স্বচনী-- শোচন । لا ه لا 画羽门 ঘন শু]াম শরীর কেলি রস যমুনাক তীর বিহার বনি । শ্ৰীদাম সুদাম ভায় বলরাম সঙ্গে বসুদাম রঙ্গে কিঙ্কিণী ॥ ঘন চন্দন ভাল কানে ফুল ডাল ৫ অঙ্গে গিরি লাল কিয়ে চলনি। লুফিছে পাচনি বাজিছে কিঙ্কিণী পদ নূপুর ঝুমু ঝুমু শুনি ॥ কত যন্ত্র সুতান কলা রস গান বাজায়ত মান করি সুমেলে। Se যব বেণু পূরে মৃগ পাখী ঝুরে পুলকে তরু পল্লব পুষ্প ফলে । কেহ রূপ চাহে কেহ গুণ গায়ে কেহ প্ৰেমক আনন্দে বোল কহে । চণ্ডীদাস মনে অভিলাষ ১৫ স্বরূপ অস্তরে জাগি রহে ॥ ১৩ । চাহে-- দেখে ২ । দান ।

  • ●रे

বড়ারি । বিদগধ প্রেম রূপ নিরখিতে প্রেম রসমই রাই । কামুর মরমে রাধার নয়নে সপিয়া পশিলা দুই ॥ ইঙ্গিত কটাক্ষে তরল চাহনি ৫ দোহে দোহা দোহে রীত । সঙ্কেত বেকত আন নাহি জানে গোঠেতে চলিলা চিত ॥ সঙ্কেত ইঙ্গিতে কহিয়া চলিল রসিক নাগর কান ৷ মথুরার পথে বিকি অমুসারে সাধিতে চলিলা দান ॥ দেহে ঠারা ঠারি অাখি ফিরি ফিরি গোঠেতে গমন কেলি। হই হই বলি চলে বনমালী ধেনু লয়ে গেলা চলি ৷ সব ব্রজবালা করি নানা খেলা গোঠ মাঝে চলি যায়। কাকু আন ছলে মথুরার পথে দ্বিজ চণ্ডীদাস গায় ॥ R o শ্ৰীকৃষ্ণের রূপ দেখিতে দেখিতে রাধিকার So

  • &

(یا-مهند , দুইটি চক্ষু শ্ৰীকৃষ্ণের চক্ষুতে পতিত হইয় তাহার মৰ্ম্মে প্রবেশ করিল। ১১–১২। শ্রীরাধিকা দধি দুগ্ধ বিক্রয় করিতে যাইবেন, শ্ৰীকৃষ্ণ সেই পথে দান সাধিতে চলিলেন । } eు g সিন্ধুড়া । শ্ৰীদাম সুদাম • , আর বলরাম সুবল চলিয়া গেল । ইঙ্গিত জানিয়া সুবল বুঝিল । পাতিতে দানের ছল ৷ কুমুদ কাননে চলিলা সঘনে ধেনুগণ নিয়োজিয়া ।