পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস এ সব চাতুরী অপার বচন দ্বিজ চণ্ডীদাস ভণে ॥ ૨૦ ১-৪। দেখিতেছি, তুমিত যত্ন করিয়া কাল বর্ণ ধারণ করিয়াছ, তাহার প্রমাণ তোমার চক্ষুর তারা। কাল বর্ণকে যদি এতই ঘৃণা কর, তবে সে দুটিকে মুছিয়া ফেল । ఫిడి श्रृंदे “তুমি সে যেমন জানিয়ে আমরা রাখাল হইয়া বনে । গোপের গোধন রাখহু বাগাল বোলহ বালক সনে ॥ একদিন বনে স্বরভি হারায়ে ৫ কাদিয়া বিকল তুমি। : সে সব পাশরি নাহি পড়ে মনে সকল জানিয়ে আমি ॥ একদিন মায়ে পায়ে দড়ি দিয়ে রেখেছিল উন্থখলে । Yo কাদিয়া বিকল বালক সকল তাহা বা পড়য়ে মনে ॥ নবনী কারণে বাধিয়া যতনে রাখল নন্দের রাণী । দেখিয়া বিকলি হইছ পাগলি ১৫ তাহা সে সকলি জানি ॥ এবে সে জানিব * * যত বড় দানী কখন নাহিক ঠেক ॥” ৩ । বাগাল—রাখাল । ৪ । বোলছ—বেড়াও । ১•। উন্থখল—উখলি । wo চণ্ডীদাসে বলে শুন বিনোদিনী । ৮ সুখেতে করহ বিকি । २० যে হয় উচিত দান সমাধিয়া । চলি যাতৃ যত সখী ॥ ཝི་ཏི་སྟོང་རྒྱུ་ 2: ఇ डै}श्रृंBबgब्रौ “শুন ধনী রাধী রূপের গরব কহনা আমার কাছে। গুণ নাহি যার কিবা রূপ তার শুন কহি তোর কাছে ॥ দেখিতে সুন্দর সোণার বরণ ৫ উত্তম সোণের ফুল । রূপ আছে তাথে গুণ নাহি তার ফেলায় করিয়া দূর ॥ কেহ নাহি পরে নাহি বাস গন্ধ তার বা ঐছন রীত । } o নিগুণে কে করে গুণকে আদর বুঝহ আপন চিত। তাল ফল যেন দেখি যে সুন্দর খাইতে লাগয়ে তিতা। কটার বরণ নহে সুশোভন ১৫ কি কহ রূপের কথা” চণ্ডীদাস বলে শুন বিনোদিনী দোহার আরতি রীত । কে ইহা বুঝিব কাহার শকভি দোহে সে দোহার চিত ॥ ২০ ১৫ । কুট-গৌর। ১৮ । জারতি—প্রেম ।