পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ প্তাহ ফিরাইতে ষ্ঠেইষে বিলম্ব N শুন বলরাম দাদা । তোমা ছাড়া হয়ে তবে কিবা থাকি পরাণ এখানে বাধা ॥” “डाल ६श्ञ उहे डेनिग्ना भिजिटल” বলে “কি খেলাবে খেল। তুরিত করিয়া খেলিয়া ছলিয়া ঘরে রে যাইব চল ॥ আজি যবে আসি গোঠেতে সাজিয়া দেখেছি বনেতে ভয় । ংস-চর তাসি সবারে ধরিয়া লয়েছে মনেতে লয় ॥ কানাই থাকিতে তার ভয় নহি শঙ্কট-তারণ তুমি। কত কত কংস স্জিতে পারহ তাহা সে আমরা জানি ॥ তুমি কোন দেব দেবের দেবতা আমরা আহীর বালা । কি জানি তোমার মহিমা অগম্য অপার যাহার লীলা ॥” সব শিশু বলে কানাই গোচরে “শুনহে কমল অ’াখি । আজু সে ক্ষুধায়ে ক্ষুধিত হইয়। ভোগ কিছু নাহি দেখি ॥ এই বনে যদি অল্প আনি দেহ সকল বালকে খাই । এই বড় মনে, ক্ষুধার কারণে শুনহ কানাই ভাই ॥” বালক, বচনে হরষ বদন T২ গোপাল হইল বড়ি। বলরাম পানে কমল নয়ান চাহিলা নয়ন জুড়ি ॥ চণ্ডীদাস o কামু কহে শুন “বলরাম দাদা

  • - ক্ষুধায় বালক ছুখী।

চল চল যাব যজ্ঞপত্নী স্থানে” চণ্ডীদাস তাহে সুধী । ১৫-১৬ । মনে হইল, যেন কংস চর আসিয়া সকলকে ধরিয়া লইয়া গিয়াছে। ২৮। ভোগ—উপভোগের দ্রব্য, খাবার জিনিস । Y & dషి कांनेछु ? । Ꮌ☾ কৃষ্ণ বলরাম চলিলা তুরিতে যথা যজ্ঞপত্নী রহে । ऊथ छूझे उांझे চলিলা সঘনে স্থয়ারে যাইয়া রহে ॥ দেখিলা ব্রাহ্মণী কৃষ্ণ বলরাম ৫ १० পুলকে পূরিত অঙ্গ । গদ গদ ভাবে কহিতে লাগিল৷ “কিবা শুভদিন রঙ্গ । আজু বড় শুভ করম ফলিল ভাগ্যের নাহিক সীমা । Se ૨0 নয়ন ভরিয়া দেখিলাম অ'খে ब्रांभङ्ष* छूहें छनां ॥ কহ কহ কেনে এলে দুই জনে কি হেতু ইহার শুনি ।” কহিতে লাগিলা কৃষ্ণ বলরাম ১৫ Woo “ক্ষুধায় আকুল প্রাণী ॥ অল্প দেহ মোরে • ইহার কারণে আইল তোমার আশে । ক্ষুধায় আকুল বালক সকল অল্প মাগে মোর পাশে ॥” २० 'VG এ কথা শুনিয়া তখনি ব্রাহ্মণী

  • ६sांनं बjछन अन्न !