পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস krడి शूरशंदे । কেহ হও দাম শ্ৰীদাম সুদাম সুবলাদি যত সখা । চল যাব বনে নটবর সনে কাননে করিব দেখা ৷ পর পীতধভূ, মাথে বাধ চুড়া ৫ বেণু লও কেহ করে। হারে রে রে বোল কর উচ্চ রোল যাইব যমুনাতীরে ॥ পর ফুলমাল সাজাহ অবলা সবারে যাইতে হবে । ye দাম বস্নদাম সীজ বলরাম যাইতে হইবে সবে ৷ যোগমায়া তখন কহিছে বচন রাখাল সাজহ রাই । 婚 চণ্ডীদাস ভণে দেখিগে নয়নে ১৫ আমি তব সঙ্গে যাই ॥ ᎩᎿᎸ ধানশী । যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া । লইল হরের শিঙ্গ আপনি মাগিয়া ॥ সাজল রাখাল বেশ রাধা বিনোদিনী । ললিতারে বলরাম কানাই আপনি ॥ বলরামের হেলে শিঙ্গা বলে রাম কামু । * ৫ মুরলী নহিলে কে ফিরাইবে ধেনু ॥ চণ্ডীদাস বলে যদি রাই বনমালী। সলিল আনিয়া পত্রে করহ মুরলী। ബങ്ങബ _ 3. styచి বড়ারি 1 - আনন্দিত হয়ে সবে পোরে শিঙ্গা বেণু। পাতাল হইতে উঠে নব লক্ষ ধেনু ॥ চৌদিকে ধেমুর পাল হাম্বা হাম্ব করে। তা দেখিয়া তানন্দিত সবার অন্তরে। ইন্দ্র আইল ঐরাবতে দেখয়ে নয়নে । হংসবাহনে ব্রহ্মা আনন্দিত মনে ॥ বৃষভবাহনে শিব বলে ভালি ভালি। মুখে বাদ্য করে নাচে দিয়া করতালি ॥ চণ্ডীদাসের মনে আন নাহি ভায় । দেখিয়া সবার রূপ নয়ন জুড়ায় ॥ A । उ|श -झ्श । ᎼᏑ8 तिङांभू । ,” off গায়ে রাঙ্গা মাটী কটিতটে ধটী মাথায় শোভিত চুড়া। চরণে মুপুর বাজে সবাকার গলে গুঞ্জমালা বেড়া ॥ সবাকার কুচ . হইয়াছে উচ ৫ এ বড় বিষম জ্বালা । কমলের ফুল গাথি শতদল সবাই গাঁথিল মালা ॥ ঠারে ঠারে চুড়া গলে দিল মালা নাসিয়ে পড়েছে বুকে। \, So . So ফুলের চাপানে কুচ সি গেল

  • চলিল পরম মুখে ॥ @

কেহ পীতধট . . কেহ লয়ে লাঠী গর্জন শবদে ধায় । , عي اصی