পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস শ্বামের সহিতে -কক্ষতলাতে So হয়েছিল নাকি দেখা ॥ cगद्दे नि श्रङ, এই পথে পথে লিতি করে আন গোনা । রাধী রাধা বলি বাজায় মুরলী ঙেই হ'ল জানা শুনা", )? যে দিন দেখিব আপন নয়ানে তা সনে কহিতে কথা । কেশ ছিড়ি বেশ দূরে তেয়াগিব ভাঙ্গিব বাড়িয়া মাথা ॥ এ কি পরমাদ দেয় পরিবাদ ২০ g এ ছার পাড়ার লোকে । পর চরচায় যে থাকে সদার সাপে থাৰু তার বুকে ॥ গোকুল নগরে গোপের মাঝারে | এত দিন বসি মোরা । ૨૯ কতু নাহি জানি কডু নাহি শুনি কামু কি কালিয়া গোরা ॥ বড়ুয়ার ঝিয়ারি বড় নাম ধরি বলই বড়झ बड़े । নিরমল কুলে এ কথা যে বলে ৩০ সে নারী গরল খাউ ॥” চিত থির করি থাকহ সুন্দরি যেন মন নাহি টলে । কাহার কথায় কার কিবা হয় \ বড়, চণ্ডীদাস বলে। S6 ৫-৭ । পাঠাগুর,– ब्राषी তিনি তোমারে বলিতে কি । চাই ইতিন কথা ৰে কথা তোমার , 'বড়ই শুনিয়াছি। t ২০ । পরিবাদ-নিন্দা, কলঙ্ক । ২১। বড় ভাল বা বলিয়া গৰ্ব্ব করিয়া থাকি। እስ¶ வ' আমার পিয়ার কথা কি কহিব সই । যে হয়, তাহার চিতে স্বতন্তরী নই ৷ তাহার গলার ফুলের মালা আমার গলায় দিল । তার মত মেইনে করি সে মোর মত হইল ॥ তুমি সে আমার প্রাণের অধিক র্তেই সে তোমারে কই । কহিতে লাজ نقية iة) وي আপন মনেই রই ॥ তাহার প্রেমের বশ হইয়৷ যে কহে তাঁহাই করি । চণ্ডীদাস কহয়ে ভাষ বালাই লইয়৷ মরি ॥ జఫిy সওয়ারি । मिडिह बूङन পীরিতি ছজন তিলে তিলে বাড়ি যায়। ঠাই নাছি পায় তথাপি বাড়ার পরিণামে নাহি ক্ষয় ॥ সখি হে অদভুত ছ’ছ প্রেম । এত দিন ঠাই অবধি না পাই ইথে কি কৰিল হেম । উপমার গণ जब ऐकण श्रांन দেখিতে শুনিতে ধন্দ । এ কি অপরূপ তাহার স্বরূপ সবারে করিল অন্ধ । , So Yo