পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|963 তুলিয়া সিন্দুরভার এ জটা ধরিব সার অমুধাগে ভ্ৰমিল কাননে। তবে সে খুচিব তাপ এ দেহের অনুরাগ - ইহা মেনে করিব যন্তনে ॥ এ সুখে জীবাব নই . গুন গো মরম-সই কি চার গৃহের সাধ । জামিল নিষ্ঠুর বড়ি সবারে রহিল চাড়ি দিল পহু বহু বিসস্বাদ ॥ শুনিয়া রাধার বাণী হেটমাথে গোয়ালিনী কহেন বচন কিছু ভাষ। কহ কহ ধনী রাই পূরব শুনিয়ে ভাই কহিতে লাগিল চণ্ডীদাস ॥ স্নহ-বেলাৰনি । পূৱৰ সে অবতারে পূর্ণ পূর্ণ অবতারে সূর্যবংশ রাম অবতার। নব দূৰ্ব্বাদল তনু করে ধরি শর ধনু দশরথ-স্ব ত অনিবার ॥ পালিতে বাপের সত্য এ চৌদ্দ বৎসর গত শিরে জট পরিয়া বাকল । করিয়া সীতারে সঙ্গ বন ভ্ৰমি নানা রঙ্গ সীতাপতি শ্ৰীরাম সুন্দর ৷ সেই সীতা দশাননে হরিয়া লইয়া বনে লঙ্কাতে লইয়া গেল ভারে । কেবল ঈশ্বর অংশ রাষণ করিয়া ধ্বংস করি পহু সীতার উদ্ধারে । সীতার উদ্ধার করি অযোধ্যাতে অবতরি इज अ७ निग्रा ऐकल ब्रांज । কোন লোক অপরাধে পাইয়সে রঘুনাথে সীতা বনবাসে দিল ভেজা ॥ চণ্ডীদাস । У о >e X6. তেজি রঘুনাথ সঙ্গ, স্বপথে হুইল ভঙ্গ পূরব-কাহিনী কহে রাধা। রাধার যুকতি এই নিশ্চয় করিব সেই. চণ্ডীদাস কহে কিছু বোধা ॥ १७९ द्रुङ् । অনুরাগ রাধ বেথিত অস্তরে পাইয়া বিষম জ্বাল।। ক্ষেণে কত শত উঠে অনুরথ দেখিয়া কদম্বতলা ॥ সেই সে যমুনা জল-কেলিপথ घांtछेन्न भांतिांtग्न शिघ्नां । পূরব পীরিত যেখানে করিল দেখি পড়ে মুরছিয়া ॥ যেখানে বসন . রসিক নাগর কান। ভা দেখি কিশোরী উঠিল দারুণ মান ॥ যেখানে সঙ্কেত দেখিল বেকত ধরিয়া মাধবী-ডাল । বিষম বিরহ তাহে উপজিল নয়নে বহয়ে ধার ॥ যেখানে সঙ্গত করল নাগর গিয়া সে কিশোর রাই । তা দেখি লুটত মহীর উপরে চণ্ডীদাস গুণ গাই। হরণ করিল সকল বিসূরি ●●も इहहै-मके • সই, কে যাবে মথুরাপুর। ७0 6श्नं थोडनां তারে নিষেদিয়ে তবে পরিহর দূর ॥ रै५ Ye Уf 을