পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সামাখ্য রসকে f/রস বাজে । কি বীজ প্রকারে বিশেষ মজে ॥ তিনটি ছুয়ারে থাকয়ে যে। সেই তিন জন নিত্যের কে ॥ চণ্ডীদাস কহে কহবে মোরে । বাশুলী কহিছে কহিব তোরে ♥ ♥ስ বাশুলী কহিছে শুন হে দ্বিজ । কহিৰ তোমারে সাধন-বীজ। প্রথম দুয়ারে মদের গতি । দ্বিতীয় দুয়ারে আসক স্থিতি ॥ তৃতীয় দুয়ারে কন্দপ রয়। কন্দপ রূপেতে শ্ৰীকৃষ্ণ কয় ॥ আসক রূপেতে শ্রীরাধা কই । ममझ* ५ग्नि ठाॉभि cण झ्ट्रे ॥ সাতাশী আখরে সাধিবে তিনে । একত্র করিয়া আপন মনে ॥ রতির অtষ্কৃতি আসক রয়। রসের আকৃতি কন্দপ ছয় ॥ তিনটি আখরে রঙিকে যজি। পঞ্চম আখরে বাণকে ভজি।। দ্বিতীয় আসকে সামান্ত রতি। তবে সে পাইবে বিশেষ স্থিতি ॥ চতুর্থ আঁখির সামান্ত রস। তাছাতে কিশোর কিশোরী বশ ॥ বাশুলী কহয়ে এই সে সার। এ রস-সমুদ্র বেদান্ত পার ॥ ዋm এ দেছে সে দেহে একই রূপ । তবে সে জানিবে রসেরই কূপ। • চণ্ডীদাস ২০ X • X6. • হাসিয়ে ৰtশুলী কয় এ বীজে সে বীৰুে একউ হৰে। তবে সে প্রেমের সন্ধান পাবে। - সে বীজ বজিয়ে এ বীজ ভঞ্জে। সেই সে প্রেমের সাগরে মজে ॥ রতিতে রসেতে একতা করি । সাধিৰে সাধক বিচার করি। বিশুদ্ধ রতিতে বিশুদ্ধ রস । তাহাতে কিশোর কিশোরী বশ ॥ বিশুদ্ধ রতিতে কারণ কি । সাধহ সতত রঞ্জক-ঝি ॥ সাতাশী উপরে তাহার ঘর। তিনটি দুয়ার তাহার পর ॥ বীজে মিশাইয়। রামিণী যজ । রসিকমণ্ডলে সতত ভজ ॥ বিশুদ্ধ রতিতে বিকার পাবে। সাধিতে নারিলে নরকে যাবে ॥ বাশুলী কহিছে এই সে হয় । চণ্ডীদাস কহে অন্যথা না হয় ॥

  • --مہ-------- عـ

ፃop স্বরূপে আরোপ'বার রসিক নাগর তার ●धांत्युिं शtद भणनामांश्न । গ্রাম্য দেৰ বাশুলীয়ে জিজ্ঞাস গে করজোড়ে রামী কহে শৃঙ্গার সাধন। চণ্ডীদাস করজোড়ে বাগুলীর পায় ধরে মিনতি করিয়া পুছে বাণী । শুন মাতা ধৰ্ম্মমতি জামি থাকি রসিক নগরে । ? . . সে গ্রামে দেবতা আমি ইহা জানে রজঙ্কিনী জিজ্ঞাস গে যতনে তাহারে ॥ •s of ৰাউল হইমু অতি, কেমনে স্ববুদ্ধি হবে প্রাণী ॥ • • • শুন চণ্ডী মহাশয় । Y6. 江。