পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28 & চণ্ডীদাস কহ কহ ভাই প্রাণের কানাই এই সে কেমন দেহা ৷ ছাড়িয়া মূতির সুবল আকৃতি হইল যেমন সখী । @o নন্দের নন্দন মোহিত মানস চণ্ডীদাস দেখে এক! ॥ গৈছে-যাহাতে। সেই কামিনী নবপ্রস্ফুটিত নলিনীর ন্যায় অথবা চিত্রাঙ্কিত অতি স্বন্দর মুষ্টির 列弧1 ৭ । মঞ্জীর—নুপুর । ৮ । তৈছে - তাহাতে । ৯ । উজর--উজ্জ্বল । ২০ । অভিপ্রায়--সৰ্ব্বতোভাবে সেইরূপ । ২৫ । কেন – কেমন । যাগ নেপাইলাম তাহ মনে লাগিল কি ? R > 1 छझयै । “শুন শুন ভেয়ে নন্দ দুলালিয়া যে দেখিল হেন থেলি । দেখাইমু এত মনেতে লাগিল কহ দেখি বনমালী ॥" কহে নন্দমৃত তায়ে “আমার মর্ম ভেয়ে ৫ যে দেখিমু বৃকভামুপুরে । তাহাতে ইহাতে খেদ কিছু নাহি বৰ্ণভেদ - পশি পুন রহল অন্তরে ॥ সেই যেন কমলিনী দেখিল তেমতি খানি শুদ তাই সুবল সাঙ্গাত। У о ও জন যতন করে দেখাহ আমারে বেরি কেমনে ইহারে দেখি সাত " " কহেন স্থবল তাহে “আমি মিলাইব তোহে , , ইহাতে অন্যথা নাহি *ि* | レ ] গিয়া বৃক্ষভানুপুরে খেলাইৰ কুতূহলে ১৫ মোহিত করি তাহে পিছু।” যাব পঞ্চশিশু সনে সবে হৈয়া একমনে খেলিব বিনোদ খেলা অতি । মায়া ছলে মুগ্ধ করি মোহন মুরতি ধরি অনায়াসে দেখাব যুবতী ॥ &e এই যমুনার তটে বৈস ভাই স্বনিকটে চম্পকের বন অনুপাম । চণ্ডীদাস সুখ চিতে দেখে তাহ একভিতে গভরেত বংশীগুণ গান ৷ Հ8 a । তাই, আমার মনের কথ। এই । ৭ । খেদ—স্বত্র—সামান্ত । ২৪। অর্থবোধ হইল না । २३ ॥ কানড়।। ধরি অনুপম বাজিকর যেন খেলায় কতেক তানে । সুবল ত্রিবিট এপিচ মদন মধু-মঙ্গলের সনে ॥ কহে বিদূষক “শুনহে সুবল ৫ Cদ্ৰ নানা যন্ত্র লেই সঙ্গে । তবে সে খেলিব নানা মত খেলা গাহিব নাচিব রঙ্গে ॥” নানা যন্ত্র নিলা নানা সে প্রতিম | কাঠের পুতলি লৈয়া । У о আর যত নিল মধুর মধুর বাদিয়া বাদির ছায়া। নানা বেশ ধরি cयन वांछिकब्र নাচায় পুতলি কায়া। ৰহু তন্ত্র মন্ত্র यांद्र नॉहि अख s¢ কাশক জানয়ে মায়া ॥