পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, ગર * মুরছি পড়িয়া কপিয়ে ধরিয়৷ \ সব সখী জনে জনে ॥ কেহ বলে মাই ওঝারে ঝাড়াই রাইয়েরে পেয়েছে ভূত । ; কপি কঁপি উঠে কহিলে না টুটে সে যে বৃকভামুসুত ॥ বক্ষ-মন্ত্র পড়ে নিজ চুলে ঝাড়ে কেহ বা কহয়ে ছলে । “নিশ্চর কহি যে আনি দাও এবে কালার গলার ফুলে ॥ পাইলে সে ফুল চেতন পাইয়া তবে উঠিবেক বালা। ভূত প্ৰেত আদি ঘুরিয়া যাইপে যাইবে অঙ্গের জালা।” কহে চণ্ডীদাসে আন উপদেশে কুলের বৈরী যে কালা । দেখাও যতনে পাইবে চেতনে ঘুচিবে অঙ্গের জ্বালা ॥ Y – R n ! চণ্ডীদাস Ꮌ☾ २० চণ্ডীদাস কিন্তু অন্ত উপদেশ দিতেছেন । ফুল আনিলে হইবে না, স্বয়ং শ্রীকৃষ্ণকে আনিয়া দেখাও সব ভাল হইয়া যাইবে । &ు પૂઠિ অঙ্গ পুলকিত মরম সহিত অবরে নয়ন ঝরে । বুঝি অমুমানি কালা রূপ খানি তোমারে করিয়া ভোরে ॥ দেখি নানা দশা অঙ্গ যে বিবশ নী হত এমন ভারে । সে বর নাগর গুণের সাগর কিবা না করিতে পারে। A শুন শুন রাই কহি তব ঠাষ্ট ভাল না দেখি যে তোরে । ১০ সতী কুলবতী তুয় যে খেয়াতি । আছয় গোকুলপুরে ॥ ইহাতে এখন দেখি যে কেমন নাহি লাজ গুরুতরে । কহে চণ্ডীদাসে শু্যাম নবরসে ১৫ বুঝিলে বুঝিতে নারে ॥ ১ । অঙ্গ ও প্রাণ উভয়ই পুলকে পূর্ণ। & 8 কামোদ সহ, কেবা শুনাইলে খাম নাম। কাণের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ ॥ না জানি কতেক মধু খাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে । জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব সই তারে ॥ নাম পরতাপে যার ঐছন করিল গো অঙ্গের পরশে কিবা হয় । যেখানে বসতি তার নয়নে দেখিয়া গে৷ ১৯ যুবতী ধরম কৈছে রয় ॥ পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো কি করিব কি হবে উপায়। 6. \হে দ্বিজ চণ্ডীদাসে কুলবর্তী কুল নাশে আপনার যৌবন যাচায় ॥ ᎼᏩ ৫ । ক্লঞ্চনাম এত মিষ্ট লাগিয়াছে যে, অনবরত উচ্চারণ করিতেছি । ৯ । পরতাপে প্রতাপে, শক্তিতে । ১০ । নামের বাসস্থান শরীর ; ঐকৃষ্ণের সেই শল্পীর দেখিলে কি কাহারও ধৈর্য্য থাকে ?