পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* :)8 চণ্ডীদাস ( ማ 急 কামোদ স্বজনি, কি হেরিনু যমুনার কুলে। ব্ৰজকুলনন্দন হরিল আমার মন ত্রিভঙ্গ দাড়ায়ে তরু-মূলে ॥ গোকুল নগরমাঝে আর যে রমণী আছে তাহে কেন না পড়িল বাধা । & নিরমল কুল খানি যতনে রেখেছি আমি বঁাশী কেন বলে রাধা রাধা ॥ মল্লিকা চম্পকদামে চূড়ার টালনি বামে তাহে শোভে ময়ূরের পাখে । আশে পাশে চলে ধেয়ে সুন্দর সৌরভ নিয়ে ১০ অলি উড়ি পড়ে লাখে লাখে ॥ সে শিরে চুড়ার ঠাম কেবল যৈছন কাম নানা ছাদে বাধে পাক মোড় । সে শিরে বেনানি জালে নব গুঞ্জামণি মালে চঞ্চল চাদপরে পারা ॥ X6. পায়ের উপরে ধুয়ে পা কদম্ব হেলন গ গলে দোলে মালতীর মালা । দ্বিজ চণ্ডীদাস কয় ন হইল পরিচয় রসের নাগর বড় কালা ॥ ৪ । আর কত নারী আছে--পাঠাগুর । ৫ । বাধা—বিপদ । ৮ । চালনি--পাঠান্তর। ১০ । আশে পাশে ধেয়ে ধেয়ে সুন্দর পৌরত পেয়ে— পাঠাস্তর।

  • ১২ । সে কি রে চুড়ার ঠাম কেবল যেমন কাম— - পাঠান্তর । ,

১৪ । শির বেড়ল বৈনান জালে—পাঠাগুর। গুঞ্জামণি মালে - কুঁচ ফলের মালায় । ১৫। চঞ্চল চাদ উপরে জোড়া—পাঠাওর।

&b. 小t【离枋 যাইতে দেখিল শুমে কি করিলে কোট কামে ভাঙ ভঙ্গিম সুঠাম । - চাদ বদনে চাহে যাহা পীনে সে ছাড়ে কুল অভিমান ॥ সই এমন সুন্দর কান। 6. তেরি কুলবর্তী ছাড়ে নিজ পতি তেজি লাজ ভয় মান ॥ অতি সে শোভিত বক্ষঃ বিস্তারিত দেখি যে দপণাকার । তাহার উপরে মাল শোভিয়াছে ভাল ১০ উপজে মদন-বিকার ॥ নাভির উপরে জমু ওমাল জিনিয়া তন্তু দলিত অঞ্জন জিনি আভা । বড় কারিকর কুঁদিয়াছে ভাল রামকদলি শোভা ॥ Σ Φ চরণনখর-কোণে রঞ্জিত শোভিত মেনে মণিময় নূপুর তায়। চণ্ডীদাসের হিয়া - চঞ্চল হইয়া ধায় ॥ ২ । ভাঙ–ভাব । ৫ সই, কিবা সে প্রামের রূপ। --পঠাগুণু । ১২ । জতু ধেন । * ১৬ । মেনে- কোন অর্থ নাই ৷ ” ও রূপ দেখিয়া

  • :

《> কামোদ বরণ দেখি শ্যাম জিনিয়া ত কোটী কাম বদন জিতল কোট শশী ।