পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * “কর সমাধান - আর না বলিহ মোরে । ՎՈՇԾՓ շնԾՊ কেবা শিখাইল ডোরে ॥ পরের নারী ফিরয়ে আপন মনে । কোথা বা হয়েছে না দেখি যে কোন স্থানে ॥" চণ্ডীদাস কয় যাহাতে যাহাতে বনে । যৌবন ধনে সোপে যে প্রাণেতে প্রাণে ॥ ৩ । আমলকীবৰ্ত্তন—পাঠান্তর । ७ । छप्ल-बून । ৫২। থির হইয়া কহ তুমি-পাঠান্তর। & 3 || পাঠাস্তর। も > | १० । वtन-विजन श्ध्न । গ্রহবিপ্র-বেশে 切ぐ。 क्षुीनंी শুনিয়া মালার কথা রসিক সুজন । গ্রহবিপ্র বেশে যান তামুর ভুবন ॥ ~ * লয়ে কক্ষে করি ফিরে দ্বারে দ্বারে । Tম উপনীত রাই পাশে তামুরাজপুরে। বিশাখা দেখিয়া ভবে নিবাস জিজ্ঞাসে । শুামল সুন্দর লহু লহু করি হাসে ॥ " বিপ্ৰ কহে ঘর মোর হক্তিমানগর। বিদেশে বেড়ায়ে খাই শুন উত্তর ॥ বুঝিলাম কান রাখহ প্রাণে আশ যে করি ৬৫ কোথা বা পেয়েছে কত ঠাই হয় কেবা বা মানে הןזונאס Գe বেণানী কহয়ে হিয়ার ভিতরে—ইত্যাদি সমাধান—শেব; আর ও সব কথা বলিও না । & প্রশ্ন দেখাবার ভরে যে ডাকে আমারে । তাহার বাড়ীতে যাই হরিষ অস্তরে ॥ দ্বিজ চণ্ডীদাস বলে এই গ্রহাচার্য্য । } প্রশ্নেতে পারগ বড় গণনাতে আর্য্য ..) তোমাদের মনেতে যে আছে সে বলিবে । ইহারে জড়ায়ে ধর উত্তর পাইবে ॥ ७ । गए गए-शृकू यूळू । Ե8 ধানশী যাইতে জলে কদম্ব তলে ছলিতে গোপের নারী । কালিয়া বরণ • হিরণ পিধন o বাকিয়া রহিল ঠারি - , - মোহন মুরলী হাতে। wo যে পথে যাইবে গোপের বালা দাড়াইল সেই পথে ॥ “যাও আন বাটে গেলে এ ঘাটে বড়ই বাধিবে লেঠা ।” সখী কহে ‘নিতি এই পথে যাই আজি ঠেকাইবে কেট ॥” হয় বলাবলি করে ঠেলাঠেলি হৈল অরাজক পীরা। চণ্ডীদাস কহে কালীয়ানাগর fছ ছি লাজে মবি মোরা ॥ ৮ । আন বাটে—অন্য পথে । - l ১০। অরাজক পারা-অরাজকের গয় । ,,