পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দয়াল ঠাকুরের অপেক্ষা করিয়া বসিয়া রছিল। তাহার সেই সরযু আর বাচিয়া নাই, তাহা সে বেশ বুঝিতেছিল, তথাপি শুনিয়া যাওয়া উচিত, এই জন্তই বসিয়া রহিল। এক একটি মিনিট এক একটি বৎসর বলিয়া বোধ হইতে লাগিল । দ্বিপ্রহর উত্তীর্ণ হইলে হরিদয়াল ঠাকুর বাট আসিলেন। প্রথম দৃষ্টিতে তিনি চমকিত হইলেন, পরে চিনিতে পারিয়া শুদ্ধস্বরে কহিলেন, তাই ত, চন্দ্রবাবু যে, কখন এলেন ? চন্দ্রনাথ ভগ্নকণ্ঠে কহিল, অনেকক্ষণ, এরা কোথায় ? ই এরী, তা এরা— চন্দ্রনাথ টলিতে টলিতে উঠিয় দাড়াইল। প্রাণপণ শক্তিতে । নিজেকে সংবরণ করিয়া লইয়া জিজ্ঞাসা করিল, কৰে শ্যে হল । কি শেষ হ’ল ? : চম্রনাথ শুষ্ক ভগ্ন-কণ্ঠে চীৎকার করিয়া বলিল, সরযূ কৰে মরেছে ঠাকুর ? - ঠাকুর এবার বুঝিয়া বলিল, মরবে কেন, ভালই আছে। কোথায় আছে ? : কৈলাস খুড়োর বাড়িতে। সে কোথায় ? - : এই গুলির শেষে। কাটালতলার বাড়িতে। কপাল পালি জনাৰ পুনৰ্বাসি গলি। বহুগণ । - এখান ষ্টে কেন? চুপ করি বসিয়া বুলি তার পর শান্তক প্রশ্ন কলি, সে