পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So S সপ্তদশ পরিচ্ছেদ একেবারে ময়লা হইয়া গিয়াছে।" হাতে লইয়া বলিল, তাকে দাও নি কেন ? চন্দ্রনাথের শুষ্ক মান মুখ অকস্মাৎ আকৃত্রিম হালিতে ভরিয়া গেল, দুই চোখে অসীম স্নেহ চঞ্চল হইয়া উঠিল, তথাপি নিজেকে সংযত করিয়া বলিল, তাকেই ত দিলাম সরযু। সরযু ঠিক বুঝিতে পারিল না। ক্ষণকাল স্বামীর মুখের পানে সন্ধি-বৃষ্টি নিবন্ধ রাখিয়া মৃদ্ধ-কণ্ঠে বলিল, আমি নূতনবের কথা বলুচি। তোমার দ্বিতীয় স্ত্রী, তাকে দাও নি কেন ? - চন্দ্রনাথ আর নিজেকে সাম্‌লাইতে পারিল না; সহসা দুই হাত বাড়াইয়া সরযুর মুখখানি বুকের উপর টানিয়া লইয়া বলিয়া উঠিল, তাকেই দিয়েচি সরযু, তাকেই দিয়েচি। স্ত্রী আমার দুটি নয়, একটি। কিন্তু সে আমার পুরানো হয় না, চিরদিনই নতুন। প্রথম মেদিন তাকে এই কাণী থেকে বিশ্বেশ্বরের প্রগামী স্কুলটিঃ মত বুকে করে নিয়ে যাই, সেদিনও যেমন নতুন আৰু সাবায়: যখন সেই বিশ্বেশ্বরের পায়ের তল থেকে কুড়িয়ে নিতে এসেটিং এখনও তেমনি নতুন। . . . . . . . 彰 彰 彰 囊 * * সন্ধ্যার দীপ জাগিয়া, ছেলে কোলে লইয়া সরযুস্বামীর গাৱে । নিকট বসিয়া বলিল, জ্যাঠামশায়ের সঙ্গে দেখা না করে তোমার । যাওয়া হবে না, আজ রাত্তিরে তোমাকে ধাকৃতে হবে। : চন্দ্রনাথ বলিল, তাই ভাবচি, আল বুদ্ধি আর যাওয়া হয় না। সরযু অনেকক্ষণ অবধি একটা কথা কহিতে চাহিতেছিল, কিন্তু