পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ ” " دe দয়ালের মুখ শুকাইল। তিনি বলিলেন, আমি তোমার কিছুই ত করি নি বাপু । - - রাখাল বলিন, ন, কিছু করেন নি। তাই এখন কিছু করতে বলি। নাম-ধামটা বলে দিলে জামাইবাবুকেও দুটো আশীৰ্ব্বদ করে আদি, মেয়েটাকেও একবার দেখে আদি। অনেক দিন দেখি নি। । - -> - দয়াল ঠাকুর রীতিমত ভয় পাইয়াছিলেন। কিন্তু মুখে সাহস দেখাইয়া কছিলেন, আমি তোমার সাহায্য করব না। মে’হ DS DDB BBS BBBB gge BBB BBSS S S S ee প্রায়শ্চিন্তু কয়ূব । আমার আর ভয় কি ? ভয় কিছুই নেই, তবে পাও-মহলে তাজিই এ কথা রাষ্ট্র হবে : তার পর যেমন করে পারি, অনুসন্ধান কয়ে গুলোচনঃ জামাইয়ের কাছে যাব, এবং সেখানেও এ কথা প্রকাশ কস্থল। নমস্কার ঠাকুর, আমি চললাম। সন্তাই সে চলিয়া যায় দেখিয়া দয়াল তাহার হাত ধরিয়া পুনর্বাং ধপাইয়া মৃদুকণ্ঠে বলিলেন, বাপু, তুমি যে অল্প ছাড়বার পাঞ্জ নও, তা বুঝেছি। রাগ করে না। আমার কথা শোন । এর মধ্যে ভূমি এ কথা নিয়ে আর আন্দোলন করে না । ছপ্তখনিক পরে এস, তখন যা হয় কয়ূৰ। - মনে রাখবেন, সেদিন এমন করে ফেরালে চলবে না। দয়ান সঁজুটিতে তাঁছার মুখের পানে চাহিয়া বণিলেন, বাপু, তুমি কি ইতঃস্থ মুনের ছেলে ? । :