পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধু চোখ দিয়া টপ টপ করির জল ঝরিয়া পড়িতে লাগিল, সে নিঃশব্দে নতমুখে দাড়াইয়া রহিল। চন্দ্রনাথ তাহ দেখিতে পাইলেন না। অধিকতর কঠোর হইয়া বলিলেন, এখন উপায় ? " . . সরঘু চোখের জল মুছির আস্তে আস্তে বলিল, ভূমি বলে দাও। তবে কাছে এস । - * সর কাছে আসিলে চন্দ্রনাথ দৃঢ়স্কৃষ্টিতে তাহার হাত ধরিয়া । বলিলেন, লোকে তোমাকে ত্যাগ করতে বলে, কিন্তু আমার সে সাহস হয় না, তোমাকে বিশ্বাস হয় না,আমি সব বিশ্বাস হারিয়েচি। মুহূর্বের মধ্যে সরযুর বিবর্ণ পাণ্ডুর মুখে এক ঝলক রক্ত ছুটির আসিল, অশ্ব-মলিন চোখ ছুটি মুহূর্তের জন্ত চকু চক্‌ করিয়া উঠিল, বলিল, আমাকে বিশ্বাস নেই ? কিছু না, কিছু না, তুমি সব পার। সরস্বামীর মুঙ্গের কাছে মুখ আনিয়া অবিচলিত-কণ্ঠে কলি । ভূমি যে ভাষার কি তা তুমিও জান। একদিন ভূমি আমাকে , বলেছিলে, কোষার মুখের পানে চেয়ে দেখতে, আজ আমার মুখের ।

  • , 3.1
.

গুস্ৰ । দাও, বলে দাও কি উপায় । পানে একবার চেয়ে দেখ। আজ আমিউপায় বলে দেব, বল গুৰে । .r