পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>e e. চন্দ্রশেখর ।


حبیه - تم- ه -

তৃতীয় পরিচ্ছেদ । নূতন সখ । নবাব গুরগন খাকে. অন্তান্ত - সংবাদ জিজ্ঞাসা করিয়া কহিলেন, “ইংরেজদিগের সঙ্গে বিবাদ করাই শ্ৰেয়ঃ হইতেছে । আমার বিবেচনায় বিবাদের পূৰ্ব্বে আমিয়টুকে অবরুদ্ধ করা কৰ্ত্তব্য, C 1 व्राभिप्रों আমার পরম শত্ৰু । কি বল,y” গুরগন্‌ খ* কছিলেন, “যুদ্ধে আমি সকল সময়েই প্রস্তুত । কিন্তু দুষ্ঠ অম্পর্শনীয়। দূতের পীড়ন করিলে, বিশ্বাসঘাতক পলিয়া আমাদের নিন্দ হইবে ।—আর—” নবাব । আমিয়টু কাল রাত্রে এই সহর মধ্যে এক ব্যক্তির গুহ আক্রমণ করিয়া, তাহাদিগকে ধরিয়া লষ্টয়া গিয়াছে । যে আমার অধিকারে থাকিয় অপরাধ করে, সে দুত হইলেও আমি কেন তাহার দণ্ডবিধান না করিব ? * গুত্ব । যদি সে এরূপ করিয়া থাকে, তবে সে দণ্ডবোগ্য । কিন্তু তাহাকে कि প্রকারে বৃত করিব ? নবাব। এখনই তাছার বাসস্থানে সিপাহী ও কামান পাঠাইয় দাও । তাহাকে সদলে ধরিয়া লইয়া আস্থক । গুস্থ । তাহার এ সহরে নাই। অদ্য দুই প্রহরে চলিয়া গিয়াছে। - নবাব। সে কি ! বিনা এত্তেলায় ?