পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 6 & চন্দ্রশেখর । বৃক্ষশ্রেণী অনন্ত উপরে আকাশ অনন্ত , তন্মধ্যে তারক্টামালা অনন্তসংখ্যক। এমন সমরে কোন মনুষ্য আপনাকে গণনা করে ? এই যে নদীর উপকূলে ষে বালুকাভূমে তরণীর শ্ৰেণী বাধা রহিয়াছে, তাছার বাসুকাকণার অপেক্ষ মমুন্যের **ोग्नद कि ? t এই তরণীশ্রেণীর মধ্যে একখালি বড় বজরা আছে—তাহার উপরে সিপাহীর পাহার। সিপাহীস্বয়, গঠিত মূৰ্ত্তির ন্যায়, বন্দুক স্বন্ধে করিয়া স্থির দাড়াইয়া রহিয়াছে। ভিতরে স্নিগ্ধ স্ফাটকদীপের আলোকে নানাবিধ মহীর্ঘ আসন, শয্যা, চত্র, পত্তল প্রভৃতি শোভূ পাইতেছে। ভিতরে কযনে-সাহেব। দুইজনে সতরঞ্চ খেলিতেছেন । একজন স্বরাপান করিতেছেন ও পড়িতেছৈন একজন বাস্তবাদন করিতেছেন। অকস্মাৎ সকলে চমকিয়া উঠিলেন । সেই নৈশ নীরবতা বিদীর্ণ করিয়া, সহসা বিকট ক্ৰন্দনধ্বনি উত্থিত হইল লামিয়ট, সাহেব জনসকে কিস্তি দিতে দিতে বলিলেন, “ও কি ও ?” o জনসন বণিলেন,"কার কিস্তিমীত হইয়াছে ” ক্রমান বিকটতর হইল। ধ্বনি বিকট নহে ; কিন্তু সেই জলভূমির নুরিব প্রাঙ্করমধ্যে এই নিশীথ ক্ৰন্দন বিকট শুনাইতে প্লাগিল । আমিরট, દાન ফেলিয়া উঠিলেন। বাহিরে আলিয়া চরিनिक्कै দেখিলেন f *. কাহাকেও দেখিতে পাইলেন না । দেখিলেন, নিকটে কোথাও লন নাই। সৈকতভূমির মধ্যভাগ হইতে শব্দ আসিতেছে ।