পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

雳 ఆ8 চন্দ্রশেখর। কিন্তু উভয় পক্ষই প্রচ্ছন্নভাবে অবস্থিত। মুসলমানের তীরন্থ গৃহাদির অন্তরালে লুক্কায়িত ; ইংরেজ এবং তাহাদিগের সিপাখিগণ নৌকামধ্যে লুকায়িত ! এরূপ যুদ্ধে বারুদ খরচ ভিন্ন অন্ত ফলের জমা ও কোন সম্ভাবনা দেখা গেল ন । তখন মুসলমানের আশ্রয় ত্যাগ করিয়া, তরবারি ও বর্ষ। হস্তে চীৎকার করিয়া আমিয়টের নৌকাভিমুখে ধাবিত হইল । দেখিয় স্থির প্রতিজ্ঞ ইংরেজের ভীত হইল না । স্থির চিত্তে নেক্যমধ্য হইতে দ্রুতাবতরণপ্রবৃত্ত মুসলমানদিগকে লক্ষ্য করিয়া আমি টু গল্‌ষ্টন ও জনসন, স্বহস্তে বন্দুক লইয়া অব্যর্থ সন্ধালে প্রতিবার, এক এক জনে এক এক জন ঘবনকে বালুকাশায়া করিতে লাগলেন। ‘ কিন্তু যেরূপ তরঙ্গের উপব তরঙ্গ বিক্ষিপ্ত হয়, সেইরূপ ধবনশ্রেণীর উপর ধর্ধনশ্রেণী নামিতে লাগিল। তখন আমিরটু বলিtলন, “আর আমাদিগের রক্ষার কোন উপায় নাই। আইল আমরা বিধৰ্ম্মী নিপাত কারতে করিতে প্রাণত্যাগ করি।” ততক্ষণে মুসলমানের গিল্প জামিয়টের নৌকায় উঠিল । তিন জন ইংরেজ এক হইয় এককালীন, আওয়াজ করিলেন। ত্ৰিশূলবিভিয়ের স্তার নৌকারূঢ় যবনশ্রেণী ছিন্ন ভিন্ন হইয়া নৌকা হইতে জলে পড়িল । আরও মুসলমান নৌকার উপর উঠিল । আরও কতকগুলা মুসলমান মুদ্রগরাদি লইয়। নৌকার তলে আঘাত করিতে লাগিল । নৌকার তলদেশ ভগ্ন হুইয়। যাওয়ায়, কল কল শব্দে তরণী জলপুর্ণ হইতে লাগিল। , , t আমিট, সজাদিগকে বললেন, "গোৰ্মেৰাদির স্থায় জলে