পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 . চন্দ্রশেখর। তৃতীয় পরিচ্ছেদ ز)y) سمیسٹکس سسمے লরেন্স, ফষ্টর । বেদগ্রামের অতি নিকটে পুরন্দরপুর নামক গ্রামে ইষ্ট, ইণ্ডিয়া কোম্পানির রেসমের একটি ক্ষুদ্র কুঠি ছিল। লরেন্স, ফষ্টর তথাকার ফ্যাক্টর বা কুঠিয়াল। লরেন্থ অল্প বয়সে মেরি ফক্টরের প্রণয়ুকোজায় হতাশ্বাস হইয়া, ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির চাকরি স্বীকার করিয়া বাঙ্গালায় আসিয়াছিলেন । এখনকার ইংরেজদিগের ভারতবর্ষে আiসলে যেমন নানাবিধ শারীরিক রোগ জন্মে, তখন বঙ্গালার বাতাসে ইংরেজদেগের অর্থাপহরণ রোগ জন্মিত । ੱਕ অল্পকালেই সে রোগে আক্রান্ত হইয়াছিলেন l, সুতরাং মেরির প্রতিম তাহার মন হইতে দুষ্ট হইল । একদা তিনি প্রয়োজন বশতু: বেদগ্রামে গিয়াছিলেন—ভীম পুষ্করিণীর জলে প্রফুল্ল গন্নস্বরূপ শৈবলিনী তাহার নয়ন পথে পড়িল। শৈবলিণী গোরা দেখিয়া পলাইয়া গেল, কিন্তু ফষ্টর ভাবিতে ভাবিতে কুঠতে ফিরিয়া গেলেন। ফষ্টর ভাবিয়া ভাবিয়া সিদ্ধান্ত করিপেন যে, কটা চক্ষের অপেক্ষা কাল চক্ষু ভাল, এবং কটা চুণের অপেক্ষ কাল চুল ভাল । অকস্মাৎ তাহার স্মরণ হইল যে, সংসার-সমূদ্রে স্ত্রীলোক তরণী স্বরূপ—সকলেরই সে আশ্রয় গ্রহণ করা কর্তব্য—ষে হকল ইংরেজ এদেশে আসিয়া পুরোহিতকে ফাকি দিয়া, বাঙ্গালি স্বন্দুস্ট্রকে এ সংসারে সহায় বলিয়া গ্রহণ করেন, তাহারা মন্ত্র করেন না। অনেক