পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুরগৰু খাঁ । , ce * - একজন শস্ত্রবাহৰু উপস্থিত হইল। গুরগন s তাহার বারা আজ্ঞা পাঠাইলেন, দলনীকে প্রহরীর-বেন দুর্গে প্রবেশ করিতে না দেয় । 覽 অশ্বারোহণে দূত আগে দুর্গারে পৌছিল, জগনী যথাকালে দুৰ্গদ্বারে উপস্থিতু হইয়া শুনিলেন, তাহার প্রবেশ নিষিদ্ধ হইয়াছে । শুনিয়া দলনী ক্রমে ক্রম ছিন্নবীবৎ, ভূতলৈ বসিয়া পড়িলেন । চক্ষু দিয়, ধারা বহিতে লাগিল। বলিলেন, "ভাই, আমার দাড়াইবার স্থান রাখিলে না"।” o কুলসমৃ বলিল, ফিরিয়া সেনাপতির গৃহে চল - দলনী বলিল, “छूमि যাও . शत्रीब्र ७बत्रयtश चांभाद्र शन হইবে ।” সেই অন্ধকার রাত্রে রাজপথে দাড়াইল্প দলনী কাদিতে লাগিল । মাথার উপর নক্ষত্র জলিতেছিল—বৃক্ষ হইতে প্রস্ফুট কুম্বমের গন্ধ আসিতেছিল-ঈযুৎ পৰনহিরোলে অন্ধকাররত বৃক্ষপত্র সকল মর্শ্বরিত হইতেছিল ৷ ‘ দলনী কাদিয়া ৰলিল, “কুল সম্!”