পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՊՀ চন্দ্রশেখর । অইল, আমি ধূলি ধরিয়া দিব।” প্রথম বন্ধুকের শৰে শৈধলিনীর নিদ্রা ভাঙ্গিয়া গেল --তাচার পর প্রহরীর জলে পড়িবার শব্দ শুনিল । অসম্পূর্ণ-ভগ্ন নিদ্রার আবেশে কিছুকাল বুঝিতে পারিল না। সেই রাজহংস—সেই শূকর মনে পড়িতে লাগিল। বখন আবার বন্দুকের শব্দ হইল, এবং বড় গণ্ডগোল কইরা উঠিল, তখন তাহার সম্পূর্ণ নিদ্রাভঙ্গ হইল। বাহিরের কামরায় আসিয়া দ্বার হইতে একবার দেখিল—কিছু বুঝিতে পারিল না। অfবার ভিতরে আসিল । ভিতরে আলো জলিজেছিল । পাৰ্ব্বতীও উঠিয়াছিল । শৈবলিনী পাৰ্ব্বতীকে জিজ্ঞাসা করিল, * - “কি হইতেছে, কিছু বুঝিতে পারিতেছ?” পী । কিছু না’। লোকের কথার বোধ হইতেছে, নৌকায় ডাকাত পড়িয়াছে—সাহেবকে মায়িয়া ফেলিয়াছে। অামাদেরই পাপের ফল"। - শৈ। সাহেবকে মারিয়াছে, তাতে আমাদের পাপের ফল কি ? সাহেবেরই পারে ফল । পা। ডাকতে পড়ি#াছে—বিপদ আমাদেরই। শৈ । কি বিপদ? এক ডাকাতের সঙ্গে ছিলাম, না হয় আর এক ডfকাতের সঙ্গে যাইব । যদি গোরা ডাকাতের হাত এড়াইয়া কাল ডাকাতের হাতে পড়ি, তবে মন কি ? এই বলিয়, শৈবলিনী ক্ষুদ্র মস্তক হইতে পৃষ্ঠোপরি বিলদ্বিত বেণী আম্বেলিত করিয়া, একটু হালিয়া, ক্ষুদ্র পালঙ্কের উপর গিয়া বসিল । পাৰ্ব্বতী বলিল, “এ সময়ে তোমার হাসি আমার সহ হয় ना *