পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b’e চন্দ্রশেখর । সপ্তম পরিচ্ছেদ। গলষ্টন ও জনসন। রামচরণ নৌকা হইতে শৈবলিনীকে লষ্টয়া উঠিয়া গেলে, এবং প্রতাপ নৌকা পরিত্যাগ করিয়া গেলে, যে তেলিঙ্গ সিপাহী প্রতাপের আঘাতে অবসন্নকুস্ত হইয়া ছাদের উপরে বসিয়াছিল, সে ধীরে ধীরে তটের উপর উঠিল । উঠিয়া, যে পথে শৈবলিনীর শিবিকা গিয়াছে, সেই পথে চলিল। অতিদূরে থাকিয়া শিবিকা লক্ষ্য ফরিয়া, তাহার অনুসরণ করিতে লাগিল। সে জাতিতে মুসলমাম । তাহার নাম বকাউন্ন বঁ। ক্লাইবের সঙ্গে প্রথম ষে সেন রঙ্গদেশে আসিয়াছিল, তাহারা মান্দ্রাজ হইতে আসিয়াছিল বলির ইংরেজদিগের দেশী সৈনিকগণকে তখন বাঙ্গালাতে তেলিঙ্গ বলিত ; কিন্তু এক্ষণে ‘ਲੋਕੜ হিন্দুস্থানী হিন্দু ও মুসহস্নান ইংরেজ-পেন-ভুক্ত হুইয়াছিল। বকাউল্লার নিবাস, গাজিপুরের নিকট । বকাউল্লা শিবিকার সঙ্গে সঙ্গে অলক্ষ্য থাকিয়, প্রতাপের বাসা পর্যন্ত.আদিল । দেখিল যে শৈবলিনী প্রতাপের গৃহে প্রবেশ করিল। বকউল্লা, তখন আমিয়ট সাহেবের কুঠিতে গেল। 'বকাউরা তর্থীয় আগিয়া দেখিল, কুঠিতে একটা বড় গোল পড়িয়া গিয়াছে। “বজুরার বৃত্তাস্ত জামিয়ট সকল শুনিয়াছেন । শুনিল আমিয়টু লাহেঁরবলিয়াছেন যে, ষে জর্তা রাত্রেই অত্যাচারী