বিষয়বস্তুতে চলুন

পাতা:চারুনীতি-পাঠ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్ప్రె) Y 念 •

ఫ్లషr"" 그 岳 fঠং দুইরেল - ৰাগ ৰাক্তার রী fঠং & ృ:/2 9/£. - প’লগ্ৰহণ ۰ - ۱۰۰ و ز - 曾@響綬 發 峻 ை அ ைஆக 心 ك جويلياfaفهم و وأعجبه

মার্টিন নামে এক দরিদ্র বালক পত্রবাহকের কার্য্য করিয়া জীবিকা নিৰ্ব্বাহ করিত। এক দিবস কোন দুরবর্তী গ্রাম হইতে ফিরিয়া আসিবার সময় অত্যন্ত ক্লান্তিবোধ হওয়াতে, পথপাশ্বে একটা সরাইরের বহিদ্বারের নিকট এক বৃহৎ বৃক্ষের সুশীতল ছায়ায় উপবিষ্ট হইয়া সে বিশ্রাম করিতে লাগিল। তাহার সঙ্গে এক খণ্ড রুট ছিল । কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া মার্টিন রুট খাইতেছে এমন সময়ে দেখিতে পাইল একখানি সুন্দর গাড়ী ঐ পান্থশালার অভিমুখে আসিতেছে, তাঁহাতে একটী যুবা ভদ্রলোক ও তাহার শিক্ষক মহাশয় আরূঢ় ছিলেন । সরাইরক্ষক দ্বারে গাড়ী আসিবামাত্র বাহিরে আসিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিল, “আপনারা কি গাড়ী হইতে নামিবেন ?’ পথিকেরা বলিলেন, “আমাদের নামিবার সময় নাই, গাড়ীতেই খাবার আনিয়া দাও ।** ইতিমধ্যে মার্টিন অভিনিবিষ্টচিত্তে উহাদিগকে দেখিতেছে, আর এক একবার আপনার সেই কদৰ্য্য খাদ্য অর নিকৃষ্ট পরিচ্ছদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিতেছে। এইরূপ করিতে করিতে দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিয়া অৰ্দ্ধস্থ ট