বিষয়বস্তুতে চলুন

পাতা:চারুনীতি-পাঠ.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চকনীতি পীঠ। \ס বালককে নিরুত্তর দেখিয়া জিজ্ঞাসা করিলেন, “তুমি কি এই প্রকার বিনিময়ে স্বীকৃত আছ ?” মার্টিন বলিল, “সত্য সত্যই আমি সম্মত আছি, কিন্তু আমার বোধ হয় আপনারা আমার সহিত বিদ্রুপ করিতেছেন। আহা ! তাহা হইলে আমাদের গ্রামের লোকের এই উৎকৃষ্ট গাড়ী করিয়া আমাকে বাড়ী আসিতে দেখিয়া কেমন আশ্চর্য্য হইবে।” এই চিন্তা করিয়া বালক ঈষৎ হাস্য করিল। ঐ যুবা ভদ্রলোক আপনার ভূত্যদিগকে ডাকিলেন। আদেশ মাত্র তাহারা দ্বার খুলিয়। র্তাহাকে গাড়ী হইতে নামিতে সাহায্য করিল ; কিন্তু যখন মার্টিন দেখিল যে যুবার পদদ্বয় সম্পূর্ণরূপে চলচ্ছক্তিরহিত, তখন তাহার বিস্ময়ের অবধি রহিল না। আর একটু অভিনিবেশ সহকারে মার্টিন দেখিতে পাইল ভদ্রলোকটী কেবল যে খঞ্জ তাহী নহে, তাহার বদন চিররোগীর ন্যায় মলিন ও কৃশ । যুব মার্টিনের দিকে চাহিয়া ঈষৎ হাস্য পূর্বক বলিলেন, “তবে বালক ! তুমি কি আমার সহিত ভাগ্য পরিবর্তন করিতে ইচ্ছ। কর ? তুমি কি আমাকে তোমার সবল চরণ ও রক্তাভ বদনমণ্ডল আমার এই অকিঞ্চিৎকর যান ও বসনের বিনিময়ে দান করিতে (যদি এরূপ করা সম্ভব হয় ) সম্মত আছ ?” মার্টিন বলিল, “না, মহাশয় ! সমস্ত জগতের বিনিময়ে আমার এই অমূল্য অধিকার হস্তান্তর করিতে প্রস্তুত নহি ।”

  • এদিকে যুবা ভদ্রলোকও বলিলেন, আমি যদি স্বেচ্ছামত অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করিতে পারি, তাহাহইলে আমি দীন