চাৰুনীতি পাঠ । (t খুড়িয়া শঙ্কুকের দ্বারা সমুদ্র হইতে জল আনিয়া তাহার মধ্যে চালিতেছিল। ঐ অবোধ বালকের কার্য্য দৃষ্টগোচর হওয়াতে পণ্ডিত বালককে জিজ্ঞাসা করিলেন, “ক্ষুদ্র বালক ! তুমি এ কি করিতেছ?” বালক উত্তর দিল, “কেন, আমি এই সমুদ্রের সকল জল এই গৰ্ত্তের মধ্যে ঢালিয়া নিঃশেষিত করিব।” পণ্ডিত বলিলেন, “ত পরিবে ?” এই প্রশ্ন করিয়াই । জ্ঞানাভিমানী পণ্ডিতের জ্ঞানোদয় হইল, অমনি বলিয়া উঠিলেন, “কি ! আমিও ত এই অবোধ বালকের ন্যায় অপরিমেয় অনন্ত বাক্য মনের অগোচর ভূমা পরমেশ্বরকে এই ক্ষুদ্র বুদ্ধি দ্বারা পরিমাণ করিতে প্রয়াসী হইয়াছিলাম! হায়! হায় ! আমি কি মূৰ্খ!” এই চিন্তা করিতে করিতে তিনি আত্মহত্য সঙ্কল্প পরিত্যাগ করিয়া বিনম্রভাবে স্ব গৃহে প্রত্যাগমন করিলেন । ঐ পণ্ডিতের নাম উদাসীন সেন্ট আগষ্টাইন । অদ্ভত কৰ্ত্তব্য সাধন। ভক্তিভাজন বিড় খ্ৰীষ্টীয় সপ্তম শতাব্দীর শেষভাগে ইংলণ্ডের অন্তর্গত নদমব্রিয়া প্রদেশে জন্ম গ্রহণ করেন। র্তাহার শান্তিপূর্ণ সুদীর্ঘ জীবন কেবল অধ্যয়ন, অধ্যাপন, গ্রন্থ রচনা ও ধৰ্ম্ম প্রচারাদি কার্য্যে অতিবাহিত হয় । তিনি জীবনের শেষ দশায় “সেন্টজন লিখিত সুসমাচার * নামক পুস্তক ইংরাজী ভাষায় অনুবাদ করিতে আরম্ভ করিয়া পীড়িত হইয়। পড়েন। রোগ-শয্যাগত হইলেও মহাত্মার অবলম্বিত কাৰ্য্যের
পাতা:চারুনীতি-পাঠ.djvu/১৪
অবয়ব