চাৰুনীতি পাঠ । S পাশ হইয়া পড়িল, এবং ইহার উপরের দ্রব্য সকল পরস্পর ংঘর্ষিত হওয়াতে ঝন ঝন শব্দ হইয়া উঠিল, কোনটা বা চুর্ণ বিচূর্ণ হইয়া গেল। আরোহিগণ প্রতিমুহূৰ্ত্তে ঘোরতর বিপদ গণনা করিয়া প্রাণভয়ে আকুল হইয়া উঠিল। সকলে শয্যা পরিত্যাগ পূর্বক সজ্জিত হইয়। মৃত্যুর জন্য প্রস্তুত হইতে লাগিল । অন্যান্য আরোহিগণের মধ্যে কাপ্তেনের একটী অষ্টম বর্ষীয় কন্যা ছিল । সেই বালিকাও অপর সকলের সঙ্গে জাগ্রত হইয়াছিল। সে ভীত হইয়া জিজ্ঞাসা করিল “কি হইয়াছে,” তাহাকে বলা হইল “প্রবল ঝটিকা জাহাজকে ভূমি সংলগ্ন করিয়াছে। বালিকা বলিল, “পিতা আমার ডেকের উপর আছেন ত?” বালিকা ক্ষুদ্র মাথাট তুলিয়া এই কথাগুলি বলিতেছিল, এক্ষণে তাহার পিতা “ডেকের’ উপর আছেন শুনিয়া, পুনরায় মস্তকটা উপাধানের উপর রাখিয়া, নির্ভয় ও নিশ্চিন্ত মনে, সেই প্রবল তরঙ্গ ও ঝটিকা সত্ত্বেও মুহূৰ্ত্ত মধ্যে নিদ্রাভিভূত হইয়া পড়িল । ধন্য বালিকা! ধন্য তুমি ! তোমার সরল নির্ভরশীলতার তুলনা কোথায় ? তুমি পিতার উপর এরূপ নির্ভর করিতে পারিলে যে সন্দেহ, অবিশ্বাস,বিপদ গণনা, এমন কি মৃত্যুভয়ও তোমার হৃদয়কে বিচলিত করিতে পারিল না। তুমি অকুষ্ঠিত হৃদয়ে নিরুদ্বেগে নিদ্রা যাইল্লে! পিতা যখন ডেকের উপর আছেন তখন আর ভয় কি ? ধন্য সন্তান ! ধন্য তুমি ! তোমার নির্ভরশীলতা ভাবিলে আমাদের মনে বড় ঘৃণা ও লুজ্জার উদয় হয়। তুমি তোমার পিতার উপর নির্ভর করিয়া
পাতা:চারুনীতি-পাঠ.djvu/১৮
অবয়ব