বিষয়বস্তুতে চলুন

পাতা:চারুনীতি-পাঠ.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাৰুনীতি পাঠ । SY বা কাৰ্য্য অতি সীমান্য হইলেও অকিঞ্চিৎকর নহে, সে সকল মহান অনর্থ ঘটাইতে বা উপকার সাধন করিতে পারে। ইহা ভাবিয়া ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের প্রতি মনোযোগী হওয়া কর্তব্য। * যদি কাহারও নিকট ঋণী থাক, সেই ঋণ অল্প হইলেও পরিশোধ করিতে ভুলিও না ; যদি কাছার নিকট কোন অঙ্গীকার করিয়া থfক, তাহ সামান্য হইলেও সেই কথা মত কাৰ্য্য করিতে অবহেলা করিও ন ; যদি কাহাকে কোন আশা দিয়া থাক, সেই আশা পূরণ করিতে অমনোযোগী বা বিস্মৃত হইও না। নিদারুণ শোকসন্তপ্ত চিত্তের পক্ষে একটা সুমধুর সান্ত নাস্বচক বাক্য কত প্রতিপ্রদ তাহা কি জান না ? ভীষণ বালুকাময়, পাদপশূন্য, বারিহীন মরুভূমির মধ্যে শুষ্কতালু শুষ্ককণ্ঠ পথিকের পক্ষে এক পাত্র জল কোটী কোটী স্বর্ণ মুদ্র অপেক্ষ ও কি অধিকতর মূল্যবান নহে? ঐ যে চন্দ্ৰাতপ তুল্য গগণমণ্ডলে হীরকোজ্জল তারকা সকল মিটি মিটি জলিতেছে, উহার ক্ষুদ্র হইলেও কি দিগ ভ্রান্ত পথিককে আলোক দিয়া পথ প্রদর্শন করিতেছে না ? অতএব জগতে ক্ষুদ্র বা সামান্য বলিয়। অগ্রাহ্য করিবার কিছুই নাই । বিনয় । কোন সময়ে একটা ছাগল এক পৰ্ব্বতের উপর একাকী যদুচ্ছাক্রমে বিচরণ করিতেছিল। ক্ষুদ্র ক্ষুদ্র বৃক্ষের কোমল